সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জাওয়াদ: জলের তলায় মৌসুনি দ্বীপ

আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাংশের ঘূর্ণিঝড়ের প্রভাবে হয়েছে জলোচ্ছ্বাস। এছাড়াও কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ঘূর্ণি ঝড়ের দাপটে জলের তলায় ডুবে গেছে দক্ষিণ ২৪ পরগনার একাংশ।

মহসিন দ্বীপের বাসিন্দাদের দাবি, জলোচ্ছ্বাসের ফলে বাঁধ উপচে এলাকায় জল ঢুকে পড়েছে। প্রশাসনের তরফ থেকে যদিও বলা হয়েছে যে সমস্ত এলাকায় জল প্রবেশ করেছে, সেই সমস্ত এলাকায় জনবসতি নেই।

তবুও বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে। অবস্থা খারাপ হলে মোকাবিলা বাহিনী বাড়ানো হবে আরো। বিপদজনক এলাকার মানুষদের ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে সেফ সেন্টারে।