Home দেশ এবার মি’ল’লো ডুপ্লিকেট “সার্ফ এক্সেল”-র কারখানা, কি কি উপাদান মি’ল’লো জেনে নিন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার মি’ল’লো ডুপ্লিকেট “সার্ফ এক্সেল”-র কারখানা, কি কি উপাদান মি’ল’লো জেনে নিন

বাজারে ভেজাল জিনিসের বিক্রি এতটাই বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষ একটু সতর্ক না হলেই বিপদে পড়বেন। সদ্য উত্তরপ্রদেশের গ্রেটার নইডা এর কাছে ডুপ্লিকেট সারফেক্সেল কারখানার হদিস পাওয়া গেল।

এই কারখানার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেটার নইডা পুলিশ হানা দিতে গিয়ে এই কারখানার হদিশ পেয়েছে।এখানে 80 গ্রাম ওজনের 10,000 টি প্যাকেট উদ্ধার করা হয়েছে।

হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড লোগো দিয়ে এই ভেজাল সারফেক্সেল বানানো হচ্ছিল। 32000 এমন প্যাকেট সেখানে ছিল বলে জানা যাচ্ছে। এই কারখানা থেকে 50 কেজি কাঁচা মাল উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন: ক্যারিবাগের দিন কি তবে শে’ষ? ১ জুলাই থেকে রাজ্যে প্লাস্টিক ব্যবহারে আ’রো বে’শি কড়াকড়ি

পুলিশের সঙ্গে হরিয়ানার গুরুগ্রাম হিন্দুস্তান ইউনিলিভারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কারখানা থেকে সার্ফ এক্সেল এর মতই দেখতে রাপিং পেপার উদ্ধার করা হয়।

এছাড়া ওজন মাপার যন্ত্র সহ একাধিক জিনিস উদ্ধার হয়েছে। গাজিয়াবাদ লোনি এলাকার পবন কুমার নামের এক ব্যক্তিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সন্দেহ করে গ্রেপ্তার করা হয়েছে।