সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্রোতের বিপরীতে ছু’টে চলেছে রেঞ্জ রোভার! এহেন স্টা’ন্ট দে’খে হতবাক গাড়ি প্রেমীরা

বাঁধের জল যদি ছেড়ে দেওয়া যায় তাহলে তার গতিবেগ কেমন হবে? সেই দলের ধারার বিপরীতে ছুটে আসছে রেঞ্জ রোভার‌ । ব্রিটিশ গাড়ি প্রস্তুত কারক সংস্হা ল্যান্ড রোভার পাহাড় হোক, কিংবা এবড়ো খেবরো কোনো জায়গা হোক সব খানেই দারুন ভাবে তার সাহসিকতার পরিচয় দেয়।

কোনো কিছুই যেন এই গাড়িকে আটকাতে পারবে না। সম্প্রতি একটি বিজ্ঞাপনে এমনটাই উঠে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে জলের ধারার বিপরীতে গাড়ি এগিয়ে আসতে বিনা বাধায়।

গাড়ির প্রমোশনাল ভিডিও যদি এমন হয়, তাহলে কি মানুষ গাড়ি কিনতে হামলে পরবে না? তবে জানা যাচ্ছে এই প্রোমোশোনাল ভিডিও তৈরী করার জন্য সংস্হা বেছে নিয়েছে আইসল্যান্ডের ১৯৩ মিটার উঁচু কারানজুকার বাঁধের জলের স্রোত।

আরো পড়ুন: মমতার বই বেস্ট সেলার, আপনার বইয়ের নাম কেউ বলতে পারবে না, সাহিত্যিকের উ’দ্দে’শ্যে দেবাংশু

এই গাড়ির চালক হিসেবে আসছেন জেসিকা হকিন্স। যিনি জেমস বন্ডের স্টান্ট চালক। এই বিষয় নিয়ে নিক কলিন্স জানায়, যিনি আসলে সংস্থার ভেহিকল প্রোগ্রামস-এর এগজিকিউটিভ ডিরেক্টর।

এই এস ইউ ভি গাড়িতে সবথেকে বেশী আধুনিক মানের চেসিস ব্যবহার করা হয়েছে। পাথর হোক কিংবা, যেকোনো জলের ধারা, পাহাড় তাছাড়া যেকোনো এবড়ো খেবড়ো পথ দিয়ে ছুটে চলেছে লাল রঙ এর ল্যান্ড রোভার।

একটু ছোট্ট ভুলচুক চালককে নিয়ে ফেলতে পারে একবারে গভীর খাতে। চালক একেবারে চোয়াল শক্ত করে এগিয়ে যাচ্ছে তার লক্ষ্যে। ল্যান্ড রোভার তার শক্তি দেখাচ্ছে, কোনো বাঁধাই তার কাছে বাঁধা নয়। একেবারে তরতরিয়ে উঠে যাচ্ছে শিখরে, প্রতি মিনিটে ৭৫০ টন জল বেরোচ্ছিল পাহাড় থেকে। আর সেই চ্যালেঞ্জকে পার করে এগিয়ে গেল রেঞ্জ রোভার।