সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘুরে দাঁ’ড়া’নোর চে’ষ্টা আদানীদের, সময়ের আগেই ৪০০০ কোটি ঋণ শো’ধ

একটি ব্যাংকিং গোষ্ঠীর কাছ থেকে আদানি সংস্থা চার হাজার কোটি টাকার ঋণ নিয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো সেই ঋণ তারা সময়ের আগেই শোধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি আদানি সংস্থার শেয়ার নিম্নমুখী যাচ্ছিল, তার একমাত্র কারণ, আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর।

তবে এবার ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে আদানী। সেই সুফল ইতিমধ্যেই পেতে চলেছে তারা, কারণ তাদের শেয়ারের দাম ফের বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই এবার সংস্থা সিদ্ধান্ত নিয়েছে সময়ের আগেই ঋণ পরিশোধ করার।

বার্কলেস পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি, ডয়েশ ব্যাঙ্ক এজি-র মতো গোষ্ঠী গত বছর প্রায় ৩৭ হাজার কোটি টাকা ঋণ দিয়েছিল আদানি গোষ্ঠীকে।

আরো খবর: বাংলায় PM POSHAN SCHEME-র টা’কা নয়ছয়, কেন্দ্রের পক্ষ থেকে মিড ডে মিলের অ’ডি’ট করার অনুরোধ ক্যাগকে

আর সেই ঋণ পরিশোধ করার সময় দেওয়া হয়েছিল মার্চ মাসের ৭ তারিখের মধ্যে। এবার এত দেরি করল না সংস্থা। তারা প্রায় একমাস আগেই সেই ৪ হাজার কোটি টাকার ঋণ শোধ করার সিদ্ধান্ত নিল।

গত কয়েকদিন আগে হিন্ডেনবার্গ যে রিপোর্ট পেশ করেছিল সেখানে তারা বলেছিল, আদানি সংস্থা তার গ্রাহকদের ঠকাচ্ছে। কারণ শেয়ার বাজারে শেয়ারের দাম কৃত্রিম। লগ্নিকারীদের সাথে প্রতারণা করছে আদানি সংস্থা। কিন্তু এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে আদানি গোষ্ঠী।