সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্দা’ন্ত ফিচার নিয়ে হা’জি’র LML Star Electric Scooter

এল এম এল এর নামটা একসময় গোটা বাজারে মাত করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে যেন কোথায় হারিয়ে গিয়েছে এল এম এল। ইলেকট্রিক স্কুটারের বাজারে এবার সমহিমায় আসতে চলেছে এই সংস্থার। পুরনো নির্মাতারা শুরু করেছে ইলেকট্রিক যান নির্মাণ। এবার এলএমএল স্টার আসতে চলেছে। আপনার হাতের কাছে।

এই বৈদ্যুতিক স্কুটার গত অটো এক্সপোতে এই প্রদর্শন করেছিল এই সংস্থা। স্কুটারের লুক এবং ডিজাইন ইতিমধ্যেই যথেষ্ট পছন্দ করেছেন সাধারণ মানুষ আশা করা হচ্ছে আগামী ডিসেম্বর মাসেই তা বাজারে আসবে। এই প্রসঙ্গে এই সংস্থার সিও জানিয়েছেন বৈদ্যুতিক স্কুটারের ট্রাইয়াল রান শুরু হবে সেপ্টেম্বর থেকে

তারা আরো জানিয়েছে স্টাইলিং এর সঙ্গে যাত্রী সাচ্ছন্দের ব্যাপারটার উপরে গুরুত্ব আরোপ করেছেন তারা। এই স্কুটারে একটি 8 কে ডাবলু ক্ষমতার সম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে। এই স্কুটারের রেঞ্জ এখনো খোলসা করা হয়নি। দেশের অন্যান্য স্কুটার গুলি তুলনায় সেরা ড্রাইভিং রেঞ্জ দেবে এই স্কুটার বলে জানিয়েছেন তিনি।

এই কারখানায় আগে হারলে ডেভিনেশন মোটরবাইক তৈরি করা হতো। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই স্কুটারের সমস্ত ডিজাইনে আনা হয়েছে আধুনিকতা। এই স্কুটারটিতে ইটালিও ডিজাইন করা হয়েছে সামনেই রয়েছে এলইডি ডে টাইম লাইট পাশাপাশি,360 ডিগ্রি ক্যামেরা।

হেড ল্যাম্পগুলি ভীষণ আকর্ষণীয় ডিজাইনে করা হয়েছে। ক্যামেরা রয়েছে যা স্কুটারের জন্য একটি ব্ল্যাক বক্সর মতন কাজ করবে। গাড়ি চালানোর সময় সামনে এবং পিছনে সবকিছু ঘটনা রেকর্ড করা হবে এই ক্যামেরার সাহায্যে ফিচার হিসেবে এতে রয়েছে embeant lighting, ইন্টিগ্রেটেড ডিআরএল, ব্যাক লাইট এবং ইন্ডিকেটর।

এছাড়া রিভার্সপার্ক এসিস্ট, টায়ার প্রেসার মনিটোরিং সিস্টেম এভিএস সহ আরো অত্যাধুনিক সমস্ত ফিচার রয়েছে। শক্তিশালী ইঞ্জিন এবং ব্যাটারির সহযোগে তৈরি করা হয়েছে এই স্কুটার । এ ছাড়া সিটের নিচে রয়েছে স্টোরেস স্পেস। ইতিমধ্যে এই স্কুটারের অফিসিয়াল বুকিং শুরু হয়ে গিয়েছে আর সবচেয়ে অত্যাশ্চর্য ব্যাপার হলো বুকিংয়ের জন্য করতে হবে না এক পয়সা খরচ।