সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোন কোন বিধায়ক কাকে কাকে চাকরি দিয়েছেন তার সম্পূর্ন লি’স্ট আ’ছে আমার কা’ছে: দিলীপ ঘোষ

শাসক দলের বিরুদ্ধে একের পর এক নিশানা দাগতে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। গত কয়েকদিন থেকেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করছেন দিলীপ ঘোষ।

সেই কারণেই এখন বিজেপি তৃণমূল দ্বন্দ্ব একেবারে চরমে উঠেছে। দিলীপ ঘোষ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করেছেন ও বিতর্কিত মন্তব্য করেছেন। বিশেষ করে দিলীপ ঘোষের মুখে উঠে এসেছে চাকরি দুর্নীতি প্রসঙ্গ।

যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে সাম্প্রতিক কালে একের পর এক চাকরি দুর্নীতির খবর উঠে এসেছে , যে কারনে অনেকটাই চাপের মুখে শাসক দল। এক প্রকার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড়।

আরো পড়ুন: ভা’রী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চ’লে! বদলে হু-হু করে বা’ড়’বে গরম, ব’ড়ো আপডেট হাওয়া অফিসের

ঠিক এই সময়ের মধ্যেই আবার বিজেপির নিশানা শাসক দলের কর্মকান্ডের ওপর। দিলীপ ঘোষ জানিয়েছেন, আমরা কেবলমাত্র স্বচ্ছ রাজনীতি করে থাকি, তাঁর ওপরেই আমাদের ভরসা রয়েছে। যদি কেউ মামলায় জড়িত থাকে তাঁর বিরুদ্ধে তদন্ত হোক।

কিন্তু এর সাথে আমি বলতে চাই, চাকরি যার পাওয়ার কথা ছিল তাঁর নাম, এদিকে আবার যার চাকরি হয়েছে তাঁর নাম সমস্ত লিস্ট আমাদের কাছে রয়েছে। এখানেই শেষ নয়, দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জীকে কটাক্ষ করতেও শোনা গেছে।

তিনি বলেন বাংলায় যত থানা রয়েছে, আদালত রয়েছে সব জায়গাতেই আমাদের বিরুদ্ধে কেস দায়ের করেছে, কিন্তু লাভের লাভ কিছুই হবে না। মুখ্যমন্ত্রী যে সমস্ত বিতর্কিত করেন, তাঁর বিরুদ্ধেই আমি কথা বলছি।

তৃণমূলে কারোর কোনো কাজ নেই, সব কটা নির্লজ্জ, চোর। শেষে তিনি বলেন, আমি রাজ্যের পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি সাহস থাকে আমাকে জেলে ভরে দেখাক। যে রাজ্যপালের নামে তারা কটু কথা বলে থাকে, তারাই এবার গিয়ে সেই রাজ্যপালের কাছে নালিশ জানাচ্ছে।

এদিকে আবার দিলীপ ঘোষের উক্তি নিয়ে কুণাল ঘোষ বলেছেন, নিল ডাউন করে রাখা উচিৎ। তবে দিলীপ ঘোষ এই প্রসঙ্গ তুলে জবাব দেন, নিল ডাউন করে ফেলা ব্যাক্তিরা এই কথা বলবেই, তবে আমরা সেই রাজনীতি করে না।।