সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভা’রী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চ’লে! বদলে হু-হু করে বা’ড়’বে গরম, ব’ড়ো আপডেট হাওয়া অফিসের

বর্ষা যেন উধাও হয়ে গেছে। ভড়া আষাঢ় মাসে মানুষ ঘামে ভিজে প্যাচপ্যাচে, বৃষ্টির নাম গন্ধ নেই। বর্ষার বদলে একেবারে গরমের অনুভূতি দক্ষিণবঙ্গ জুড়ে।চারদিক যেখানে জলে থৈ থৈ করার কথা সেখানে একেবারে শুষ্কং কাষ্ঠং।

ঠিক সময়ে বর্ষা এবারও ঢোকে নি দক্ষিণবঙ্গে। জুলাই মাসে নাকি বর্ষা তাঁর খামতি পূরণ করবে কিন্তু কোথায় কি? কোনো কিছুই তো লক্ষ্য করা যাচ্ছে না। তাই আলিপুর আবহাওয়া দপ্তর কোনও খুশির খবর শোনাতেই পারে নি।

আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টির কোনো লক্ষনই নেই দক্ষিণবঙ্গে। জলীয় বাষ্প বেশি থাকার কারণেই আর্দ্রতা জনিত অস্বস্তি বিরাজ করছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা ক্রমশ সরে যাচ্ছে যার কারণে তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে।

আরো পড়ুন: ১০ মাসের শিশুকে চাকরির নিয়ো’গ’পত্র দি’লো ভারতীয় রেল, আঙুলের ছাপ নেওয়ার সময় কাঁ’দ’ছি’লো শিশুটি

কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, যার কারণে অস্বস্তি আরও বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ, আগামী ২৪ ঘন্টার মধ্যে হালকা মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই কিন্তু তা মন ভরার মতো নয়। আজ কলকাতার তাপমাত্রা ২৮ ডিগ্রী থেকে ৩৪ ডিগ্রীর মধ্যে বিরাজ করছে।

দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গেও তেমন বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। তবে সম্ভাবনা রয়েছে বৃষ্টির । বিশেষ করে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অস্বস্তি দিনের পর দিন বেড়েই চলেছে। কারণ জলীয় বাষ্প ৯০% এর বেশী থাকায় অস্বস্তি অনেকটাই। তবে গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে কিছুটা হলেও বৃষ্টির আশা করা যাচ্ছে।

ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই তেমন কোনো জায়গাতেই। তাই আপাতত চাতকের মতো আকাশে পানে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ বর্ষা যেন শুধু নামেই, কারণ তাঁর কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না কোনো বঙ্গেই।