সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শীত উধাও কলকাতা থে’কে! ফে’র কি পড়বে ঠা’ন্ডা? কি বলছে বাংলার আবহাওয়া?

গত কয়েকদিন তাপমাত্রা অনেক নিম্নমুখী হলেও হঠাৎ করে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে বঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিনে আরো বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই কারণে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাতের তুলনায় দুপুরে গরম বেড়ে গিয়েছে।

আগামী সপ্তাহে শীত কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকবে কুয়াশার দাপট। বিশেষ করে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় সকাল থেকেই কুয়াশায় দৃশ্যমানতার অনেক কম থাকবে।

পশ্চিমী ঝঞ্ঝার কোন প্রভাব পড়ার সম্ভাবনা নেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

আরো খবর: সিনেমার হ’ত্যা’র প্ল’ট সাজিয়ে নিজের স্ত্রীকে ব্রিজ থেকে ধা’ক্কা স্বামীর, একটি ভুলেই সব ফাঁ’স

পশ্চিম হরিয়ানা হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় কোনরকম পরিবর্তন হবে না পরিবর্তে দিনের তাপমাত্রা ৪ ডিগ্রি বৃদ্ধি পাবে।

উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে শৈত্য প্রবাহের কোন সম্ভাবনা নেই। এখনই নেট কম্বল গুটিয়ে নেবেন না, তার কারণ আগামী ১৫ই জানুয়ারি পর আবার শীতের দাপট বজায় থাকবে।