সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ’রু’রী কা’জ থা’ক’লে শী’ঘ্র’ই সে’রে ফে’লুন! চা’র দিন ব’ন্ধ থা’ক’তে চ’লে’ছে ব্যাংক

জরুরী কাজ থাকলে শীঘ্রই সেরে ফেলুন! চার দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক

ব্যাংকে কোনো জরুরী কাজ থাকলে ব্যাংকে তো যেতেই হবে। তবে তার আগে একবার ব্যাংকের ছুটির লিস্টে চোখ বুলিয়ে নেওয়া প্রয়োজন। কারণ ছুটির দিনে ব্যাংকে পৌঁছালেও কোনো কাজ হবে না। উপরন্তু হয়রান হতে হবে। ব্যাংকের ছুটির লিস্ট তৈরি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে চলতি মাসের জন্য যে ছুটির লিস্ট প্রদান করা হয়েছে তাতে দেখা যাচ্ছে এই মাসের শেষ সপ্তাহে ব্যাংকে চার দিন ছুটি আছে।

অর্থাৎ এই সপ্তাহে চার দিন ব্যাংক বন্ধ থাকবে। ২৮ শে অগাস্ট থেকে ৩১ শে অগাস্ট পর্যন্ত ব্যাংক বন্ধ থাকছে। তবে ব্যাংক বন্ধ থাকলে অবশ্য এটিএম পরিষেবা এবং অনলাইনে লেনদেন পরিষেবা আগের মতোই থাকবে। সাধারণত বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসব ও গুরুত্বপূর্ণ দিন অনুযায়ী ব্যাংকের ছুটি থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে সেই হিসেবে চলতি মাসের শেষ চারটে দিন দেশের বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকছে।

৩০ অগাস্ট ২০২১ জন্মাষ্টমী / কৃষ্ণা জয়ন্তী উপলক্ষে আহমেদাবাদ, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, জয়পুর, জম্ম, কানপুর, লখনউ, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর ও গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ২৮ শে অগাস্ট এই মাসের চতুর্থ শনিবার হওয়ায় এমনিতেই ব্যাংক বন্ধ থাকবে। ২৯ অগাস্ট রবিবার সমস্ত রাজ্যে ব্যাংক এমনিতেই বন্ধ থাকবে।

৩১ শে অগাস্ট শ্রী কৃষ্ণা জন্মাষ্টমীর জন্য হায়দরাবাদে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে বাকি দিনগুলোতে অবশ্য ব্যাংকের পরিষেবা সাধারণের জন্য খোলা থাকবে। সঙ্গে অনলাইন পরিষেবা এবং এটিএমের সুবিধা সব সময়ের জন্য খোলা থাকছে।