সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১০ মাসের শিশুকে চাকরির নিয়ো’গ’পত্র দি’লো ভারতীয় রেল, আঙুলের ছাপ নেওয়ার সময় কাঁ’দ’ছি’লো শিশুটি

দুর্ঘটনায় বাবা এবং মাকে হারিয়ে বসেছে 10 মাস বয়সী এক শিশু কন্যা। এবার তাকেই চাকরির নিয়োগপত্র দিল রেল। রেলের তরফ থেকে জানানো হয়েছে সহানুভূতি গ্রাউন্ডে চাকরি পেয়েছে সে।

১৮ বছর বয়সের পর সে তার কাজে যোগদান করতে পারবে। বেশি সম্ভবত এই প্রথম ১০ মাস বয়সী কোনো শিশুকে চাকরি দেওয়া হয়েছে।

এমনিতে সরকারি কর্মীর এই গ্রাউন্ডে সন্তানকে চাকরি দেওয়ার রীতি রয়েছে ভারতবর্ষে। রেলের তরফ থেকে জানানো হয়েছে ৪ঠা জুলাই সাউথইস্ট সেন্ট্রাল রেলওয়ে রায়পুর রেলওয়ে ডিভিশন একটি আবেদন জমা হয়েছিল শিশুর নামে।

আরো পড়ুন: স্কুলের মধ্যেই হাঁ’টু গে’ড়ে ছাত্রীকে প্রেমের প্র’স্তা’ব শিক্ষকের, এরপর যা হলো…

ওই শিশুর বাবা রাজেন্দ্র কুমার ভিলাইতে রেল ভিলাইতে সহকারী কর্মী হিসেবে কর্মরত ‌ছিলেন। পয়লা জুন তিনি এবং তার স্ত্রী পথ দুর্ঘটনায় মারা যান। তবে ভাগ্যক্রমে শিশুটি বেঁচে যায়।

এরপর রেলের সরকারি রেজিস্ট্রেশনে ওই শিশুর আঙুলের ছাপ রেখে দেওয়া হয়েছে। রেলের একজন আধিকারিক বলেছেন শিশুটিকে দেখে সকলের খুব কষ্ট হচ্ছিল। যখন তার আঙুলের ছাপ নেওয়া হচ্ছিল তখন সে খুব কাঁদছিল। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার চাকরি নিশ্চিত হবে।