সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই বয়সেই রো’গে জ’র্জ’রি’ত ভারতের জামাই, টে’ন’শ’নে রয়েছেন অভিনেত্রী!

২০১৮ সালের ১০ বছরের ছোট বলিউড তারকা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া,বয়সের পার্থক্য বেশ থাকার জন্য এই জুটিকে নিয়ে সবসময় বেশ চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। এই কাপল শুধুমাত্র যে বলিউডে চর্চিত বিষয়ে তা কিন্তু নয় হলিউড এও বেশ পরিচিত লাভ করেছে এই জুটি। নিক জোনাসের কিন্তু একটি নাম রয়েছে অর্থাৎ তাকে এই নামে সকলেই চেনেন সেটি হল “ন্যাশনাল জিজু”। তবে এই ন্যাশনাল জিজু অর্থাৎ নিক জোনাস কিন্তু এক কঠিন রোগে আক্রান্ত হয়েছে যে কথা তিনি নিজেই তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। আপাতত নিক জোনাসকে নিয়ে তাঁর ভক্তরা যথেষ্ট চিন্তিত।

জানা গেছে নিক জোনাসের মধুমেহ রোগে আক্রান্ত। ডাইবেটিসের মূলত দুই ধরনের হয়ে থাকে টাইপি ওয়ান এবং টাইপ টু। নিক জোনাস আপাতত টাইপের ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন এবং যেটি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন।

ভিডিওটিতে নিক জানিয়েছেন, শরীরের এই উপসর্গগুলি দেখে তিনি আপাতত সতর্ক হয়েছেন। বারবার গলা শুকিয়ে যাচ্ছে, জল তেষ্টা, ওজন কমে যাচ্ছে, শরীরে প্রচন্ড পরিমাণে ক্লান্তি এবং ঘন ঘন প্রস্রাব আপাতত এই সমস্ত বিষয়গুলি নিক জোনাসকে নাজেহাল করে তুলছে।

আরো পড়ুন: এবার থেকে সুগারের রোগীদের জ’ন্য বে’শ অন্যরকম খাবারের ব্য’ব’স্থা থা’ক’বে ট্রেনে, কি মি’ল’বে জেনে নিন

জানা গেছে মাত্র ১৩ বছর বয়স যখন নিজের সেই সময় তাঁর প্রথম ডায়াবেটিস ধরা পড়ে, ব্লাড সুগার এতটাই বেড়ে গেছিল যে তার ওজন ১০০ পাউন্ড কমে গিয়েছিল। তবে সঠিক চিকিৎসার কারণে সুস্থ হয়ে গিয়েছেন নিয়মমাফিক খাওয়া-দাওয়া করে এক্সারসাইজ করে ব্লাড সুগার ঠিক রাখার জন্য নানা রকমের নিয়ম কানুন তিনি পালন করেন।

এই বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া আগে জেনে থাকলেও ততটা গুরুত্ব দেননি তবে পরবর্তীকালে অভিনেত্রী নিজের বইতে জানান, নিকের সঙ্গে আলাপ হওয়ার পরই তিনি বুঝতে পারেন ব্যাপারটা যথেষ্ট গুরুতর এবং সেই কারণে তাঁর একটু একটু চিন্তা হওয়া শুরু হয়েছিল। কিন্তু যখন নিকের সঙ্গে তিনি মিশেছিলেন, তখন বুঝলেন শরীর নিয়ে নিক যথেষ্ট সচেতন।