সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বন্ধ নাক দ্রুত খু’ল’তে ম্যাজিকের মতো কাজ করে যৌ’ন স’ঙ্গ’ম, আজব আবিষ্কারক পেলেন IG Nobel Prize

বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার এর মধ্যে অন্যতম নোবেল পুরস্কার। প্রতিবছর ভারতীয়রা নোবেল পুরস্কার বিজয়ী হয়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেন। পরের মাসে প্রকাশিত হয়ে যাবে নোবেল পুরস্কারের যোগ্য ব্যক্তির তালিকা। এবারে পুরস্কার বিজ্ঞানে পাচ্ছেন জার্মানির ওলচায় সেম বুলুট এবং তাঁর সঙ্গীরা। মূলত অফবিট কোন বিষয়ের উপর রিচার্জ করলে এই পুরস্কার দেওয়া হয়।

এই গবেষক দল সম্প্রতি তাদের গবেষণায় সকলের কাছে প্রমাণিত করেছেন, নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে কোন ওষুধ না ব্যবহার করে যদি সঙ্গমে লিপ্ত হওয়া যায় তাহলে ফলাফল আরো ভালো পাওয়া যায়। এই গবেষণা চালানো হয় মোট ১৮ জন দম্পতির ওপর। গবেষণায় উঠে এসেছে, ৬০ মিনিট যৌনসঙ্গম করলে ব্যক্তি নাক বন্ধ হয়ে যাওয়া থেকে মুক্তি পেতে পারেন।

শান্তির ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন উটাহ বিশ্ববিদ্যালয়ের ইথান বেসেরিস, স্টিভেন ন্যালওয়ে এবং ডেভিড ক্যারিয়ার। এই বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে সকলের কাছে তুলে ধরেছেন একটি তথ্য যেখানে বলা হয়েছে, দাড়ি শুধুমাত্র সৌন্দর্যের জন্য রাখা হয় না। মানুষের মুখে বিভিন্ন আক্রমণ থেকে রক্ষা করে এই দাড়ি। এই গবেষণা করতে গিয়ে গবেষকরা ভেড়ার চামড়া ব্যবহার করেন এবং পরীক্ষায় উঠে আসে দাড়ির কর্ম ক্ষমতা। বিজ্ঞানীরা প্রমাণ করেন, একাধিক আক্রমণ প্রতিহত করতে পারে পুরুষ মানুষের দাড়ি।

অন্যতম বিজ্ঞানী রবিন ব়্যাডক্লিফ, মূলত বন্যপ্রাণী নিয়ে বিভিন্ন কাজ করে থাকেন। তিনি গবেষণার মাধ্যমে দেখিয়েছেন, যদি কোন গন্ডারকে এক স্থান থেকে অন্য স্থানে এয়ার লিফটিং করে নিয়ে যাওয়া হয় তাহলে তাদের শরীর খারাপ করতে পারে কিন্তু যদি এয়ার লিফটিং করে নিয়ে যাবার সময় তাদের পা উপরের দিকে থাকলে বা মাথা নিচের দিকে থাকে, তাহলে শরীর অনেক বেশি সুস্থ হয় এবং তারা অসুস্থ হয় না।

রাস্তায় পড়ে থাকা চুইংগামের ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা অথবা আরশোলার উৎপাত প্রতিহত করা নিয়ে গবেষণা করেছেন যে বিজ্ঞানীরা, তাদেরকেও দেওয়া হবে নোবেল পুরস্কার। বায়োলজিতে পুরস্কার জিতেছেন সুজান স্কটজ। তিনি।দ্যা সিক্রেট ল্যাঙ্গুয়েজ অফ ক্য়াট বইয়ের লেখক। হার্বাট বিশ্ববিদ্যালয় নোবেল পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয় এই বছর।