সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SSKM-র রি’পো’র্ট নিয়ে সন্দেহ CBI-র, এবার অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করতে পা’রে AIIMS-র চিকিৎসকরা

গরু পাচার কাণ্ডে কেষ্ট দা ওরফে অনুব্রত মণ্ডল কে৫ বারের মতো তলব করা হয়েছে সিবিআই এর তরফ থেকে, কিন্তু একবারও তিনি হাজিরা দিতে যাননি।

কারণ হিসেবে তিনি দেখিয়েছেন তার শারীরিক অসুস্থতাকে। শেষবার তলব অনুযায়ী নিজাম প্যালেসে যাওয়ার বদলে, এসএসকেএম-এ পৌঁছেছেন অনুব্রত মণ্ডল।

কারণ তার নাকি শারীরিক সমস্যা রয়েছে। এখনো তিনি হাসপাতালে রয়েছেন, সেই কারণেই সিবিআই এর তরফ থেকে এক বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কিন্তু হাসপাতালে দেওয়া রিপোর্ট অনুযায়ী একেবারেই খুশি নয় সিবিআই।

আরো পড়ুন: ১৮ বছরের ঊ’র্ধে বুস্টার ডো’জ নেওয়া নি’য়ে নতুন নি’য়’ম জেনে নিন, রইলো দা’ম

কারণ সেই রিপোর্টে যে ধরনের শারীরিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে, সেটা সবার ক্ষেত্রেই সমান।তাই আরো বিস্তারিত রিপোর্ট চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে সিবিআই।

অবশ্য সেই কারণে আসানসোলের আদালতের দ্বারস্থ হয় সিবিআই, কিন্তু আদালতের তরফ থেকে জানানো হয় কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী যেন হাসপাতালে সাথে সরাসরি যোগাযোগ করে।

কারণ একটাই,হাসপাতাল নিজে থেকে যদি এগিয়ে না আসে তাহলে আদালত এখানে হস্তক্ষেপ করতে পারে না।সিবিআই এর মতে, হাসপাতাল থেকে রিপোর্টে বলা হয়েছে অনুব্রত মন্ডলের হৃদযন্ত্র ও শ্বাসকষ্টের সমস্যা কিন্তু এই ধরনের সমস্যা বয়স বাড়ার সাথে সাথে সবার মধ্যে লক্ষ্য করা যায়।

আরো পড়ুন: কেন্দ্রের শিক্ষানীতির বি’রো’ধি’তা করে নি’জ’স্ব শিক্ষানীতি তৈরির ক’থা বললো রাজ্য সরকার

সেই কারণেই অনুব্রত মণ্ডলের রিপোর্ট এর খুঁটিনাটি জানতে চায় সিবি আই। তাই এখন জানা যাচ্ছে হয়তো কল্যাণী এইমস এর চিকিৎসকদের দ্বারা অনুব্রত মণ্ডলের পরীক্ষা করানোর আবেদন করতে পারে সিবিআই।

মোট কথা সিবিআই বলছে, রাজনৈতিক সমস্ত কাজে তিনি সুস্থ কেবলমাত্র সিবিআই তলব করলেই তিনি অসুস্থ। তাই এবার এইমসের চিকিৎসকদের দ্বারা তার পরীক্ষা-নিরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে।