সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ওড়িশার উপকূলে ভি’ড় করেছে ল’ক্ষ ল’ক্ষ কচ্ছপ, ভাইরাল ভিডিও

ওড়িশার উপকূলের সমুদ্র তটের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে এত বিশাল সংখ্যায় কচ্ছপ জমা হয়েছে ডিম পাড়ার জন্য। জানা গিয়েছে যে সেগুলো হল অলিভ রিডলে (Olive Ridley) প্রজাতির কচ্ছপ। এখন তাদের ডিম পাড়ার সময়। তারা ডিম পাড়ার জন্যই জমা হয়েছে ওড়িশার বিচে।

জানা গিয়েছে প্রত্যেকটি মহিলা প্রজাতির এই কচ্ছপ গড়ে প্রায় 100টি থেকে 120টি ডিম পাড়তে পারে। এরপর সেই ডিম থেকে বাচ্চা কচ্ছপ বেরাতে সময় লাগে প্রায় 40 দিন থেকে 50 দিন।

প্রতি বছরই এই সময় এই প্রজাতির কচ্ছপদের ডিম পাড়ার সময়। এর জন্য তারা যে কোনও একটি উপকূলে এসে জড়ো হয় এবার বিশাল সংখ্যক কচ্ছপের দল এসে জড়ো হয়েছে ওড়িশার বিচে।

আরো পড়ুন: এপ্রিল মা’সে এই চার রাশির লোকেরা যেটাই ধরবেন সেটাই সোনা হ’য়ে যা’বে!

সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের ভিডিয়ো দেখতে পাওয়া যায়। এর মধ্যে এমন কিছু ভিডিয়ো রয়েছে যা আমাদের সকলেক আনন্দ দেয়।

আবার এমন কিছু ভিডিয়ো রয়েছে যা দেখে সকলেই বেশ ভয় পেয়ে যায়। কিন্তু এমন কিছু ভিডিয়ো রয়েছে যা সকলকে আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে, সকলের মন জয় করে নেয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওড়িশার উপকূল জুড়ে ছড়িয়ে রয়েছে কচ্ছপের দল। যেই দিকেই চোখ যাচ্ছে, শুধু কচ্ছপ আর কচ্ছপ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে টুইটারে।

সেই ভিডিয়ো আইফিএস অফিসার Susanta Nanda তার টুইটারের প্রোফাইল @susantananda3 থেকে শেয়ার করেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, ওড়িশার উপকূল জুড়ে ছড়িয়ে রয়েছে কচ্ছপের দল।

সমুদ্রের তটে যেই দিকেই চোখ যাচ্ছে, সেই দিকেই শুধু কচ্ছপ আর কচ্ছপ। ক্যামেরা দিয়ে পুরো সমুদ্র তটের ছবি দেখানো হয়েছে। পুরো সমুদ্র তট জুড়েই ছড়িয়ে রয়েছে বিশাল সংখ্যায় কচ্ছপ।