সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ট্রেনে চ’ড়ে নেপাল ভ্রমণের ব্যবস্থা ক’রে দি’লো ভারতীয় রেল

দেশের আনাচে-কানাচে যাওয়ার জন্য প্রধান ভরসা হচ্ছে রেল পরিষেবা। ভারতবর্ষের মানুষ এই ট্রেনের ওপর নির্ভর করে থাকেন প্রত্যেকদিনের জীবনযাত্রার জন্য। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সবথেকে কম খরচের ব্যবস্থা হচ্ছে রেল ব্যবস্থা।

এইবার রেল ব্যবস্থার পক্ষ থেকেই এল ভ্রমণ পিপাসুদের জন্য একটি সুখবর। বেশিরভাগ ক্ষেত্রেই যারা নিয়মিত ঘুরতে যান তারা ট্রেন ব্যবস্থাতেই বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকেন, সেই জন্যেই ভারতীয় রেলের পক্ষ থেকে যে খবরটি আনা হয়েছে সেটা অত্যন্ত কার্যকর হবে ভ্রমণ পিপাসুদের জন্য।

রেল পরিষেবা সিদ্ধান্ত নিয়েছেন ভারত থেকে নেপালে ভ্রমণ করানোর ব্যবস্থা । শুধুমাত্র ট্রেনের ব্যবস্থা পর্যন্তই আটকে নেই তার সঙ্গে রেল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে সমস্ত যাত্রীদের। কত খরচ করে ভারত থেকে নেপালে ঘোরার ব্যবস্থায় যাওয়া যাবে সে ব্যাপারেও জানিয়ে দিয়েছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ।

আরো পড়ুন: ঘোড়াকে দৌ’ড়ে হারিয়ে দিয়েছেন রিকি, পুরস্কার হিসেবে পেলেন ৪ লক্ষ টা’কা

ভারত থেকে নেপালে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেই ভ্রমণকে বলা হচ্ছে” ভারত গৌরব যাত্রা”। এটি দুই দেশের রেলপথকে এক সঙ্গে যুক্ত করবে। এই ব্যবস্থা করতে চলেছে দেশে প্রথম এজেন্সী হিসেবে আইআরসিটিসি।

এই যাত্রা শুরু হতে চলেছে আগামী জুন মাসের ২১ তারিখ থেকে। ট্রেনটি ছাড়া হবে সফদরজঙ্গ স্টেশন থেকে। এই যাত্রাপথে থাকবে বক্সার, অযোধ্যা, জনকপুর, কাশি, চিত্রকূট প্রভৃতি জায়গাগুলি।

একসাথে এই ট্রেনে যাত্রা করতে পারবে প্রায় ৬০০ জন যাত্রী। এই যাত্রার জন্য মাথাপিছু প্রত্যেক যাত্রীর খরচ হবে ৬৫ হাজার টাকা। সবথেকে সুখবর হলো যদি এককালীন কোন যাএী টাকা দিতে না পারেন তবে ইএমআই এর ব্যবস্থা করা যেতে পারে।