সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে হ’য়ে গেলেও প্রাক্তণকে নিয়ে স্ব’প্ন দেখছেন? এমনটা কেন হ’চ্ছে? জেনে নিন

ঘুমের ঘোরে মানুষ কতকিছুই না স্বপ্ন দেখে। বিশেষজ্ঞদের মতে বিভিন্ন স্বপ্নের রয়েছে বিভিন্ন অর্থ। কিন্তু স্বপ্নে যদি বারবার উড়ে আসে প্রাক্তন! তাহলে? এমনটা কেন হয়? কারণ জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

১) এ বিষয়ে প্রথমেই মনে যে প্রশ্নটা আসে, তাহলে কি প্রাক্তনের প্রতি ভালবাসা রয়ে গিয়েছে? তবে এমনটা কিন্তু নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, হয়তো ব্রেকআপের সময় নিজের বিরক্ত, ক্ষোভ বা অভিমানের কথাগুলি ঠিক করে প্রাক্তনকে বলা হয়ে ওঠেনি। আর সেই আফশোসই মনের মধ্যে গুমড়ে গুমড়ে মরে। তার জেরেই প্রাক্তনকে বারবার স্বপ্নে দেখতে পাচ্ছেন।

২) কিছু ভুলের কারণেই সম্পর্কের অবনতি ঘটে।আর তার জেরেই আসে বিচ্ছেদ। হয়তো আগের সম্পর্কের সেই ভুলগুলি আর নতুন সম্পর্কের ক্ষেত্রে করতে চাইছেন না আপনি। নতুন ভালবাসাকে নিজের মতো সুন্দর করে সাজিয়ে নিতে চাইছেন। আর তাই বারংবার অতীতের সঙ্গে বর্তমানের সম্পর্ককে তুলনা করে ফেলছেন।

৩) এমনও হতে পারে আপনি প্রাক্তনের সঙ্গে অনেক বেশি জড়িয়ে পড়েছিলেন। আর তা আপনার মনকে এতটাই প্রভাবিত করে ফেলেছে যে জীবনের কোনও গুরুত্বপূর্ণ মুহুর্তে তার কথা মনে পড়ে। আর কথায় বলে, মানুষের অবচেতন মনে প্রতিপালিত হয় স্বপ্ন।

৪) পুরোনো সম্পর্কে আঘাত পাওয়ার পর অনেক সময় নতুন সম্পর্কের ক্ষেত্রে একটা ভয় কাজ করে। আবার মন ভাঙবে না তো? এই প্রশ্নই বার বার মনের ভিতরে উঠতে থাকে। আর তাই স্বপ্নে আপনি প্রাক্তনকে বা অতীতের কোনও ঘটনাকে দেখতে পান।

৫) ব্রেকআপের পরও অনেকের অতীত নিয়ে আক্ষেপ থেকে যায়। একা থাকলে ফেলে আসা জীবনের কথা, একসাথে কাটানো সুন্দর অসুন্দর মুহুর্তের কথা বেশি করে মনে পড়ে। এই একাকীত্বের কারণেই স্বপ্নে প্রাক্তনকে দেখতে পারেন।

তবে এসবের একাধিক কারণ থাকলেও, আপনি যদি প্রাক্তনকে ঘন ঘন স্বপ্নে দেখেন তাহলে দেরী না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। চাইলে এমন কারও সঙ্গে বিষয়টি আলোচনা করতে পারেন, যিনি আপনাকে চেনেন বা বিষয়টির গুরুত্ব বুঝে
আপনাকে সুপরামর্শ দেবেন।