সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গার্ডেনরিচের কারখানায় বি’ধ্বং’সী অগ্নিকা’ন্ড, পু’ড়ে ছাই সবকিছু, গো’টা এলাকায় কালো ধোঁয়া

আরো একবার কালো ধোঁয়ায় ঢেকে গেল শহর কলকাতা। নিমতলার পরিবার গার্ডেনরিচ অঞ্চলে লেগে গেল আগুন। জাতীয় ফুড কর্পোরেশনের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে গেছেন পুলিশ ফোর্স এবং দমকল কর্মীরা। গোটা এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ১০ টি ইঞ্জিন।

সকাল দশটা নাগাদ তারাতলা রোডের হনুমান মন্দিরের নিকটস্থ কারখানাতে আগুন লেগে যায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে। তবে আশ্বাসের খবর একটাই, ভিতরে কোন ব্যক্তি আটকে নেই।

জানতে পারা গেছে, ভীষণ দ্রুতভাবে এক গুদাম থেকে অন্য গুদামে আগুন ছড়িয়েছে। বিস্ফোরণ এড়ানোর জন্য ইতিমধ্যেই গুদামের বাইরে দাঁড়িয়ে থাকা একাধিক ট্রাক এবং লরিকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই বশীভূত হয়ে গেছে গুদামে মজুদ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থের পাশাপাশি ব্যাটারি এবং অ্যালকোহলের মত সামগ্রীও মজুদ ছিল বলে জানতে পারে গেছে।

বিধ্বংসী এই আগুনের ফলে বন্ধ করে দেওয়া হয়েছে তারাতলা রোড। গাড়ি, বাস, অটো বেহালা এবং খিদিরপুর এলাকা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জনজীবন ব্যাহত হয়েছে ব্যাপকভাবে।শুক্রবার নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের গুদামে দাও দাও করে আগুন লেগে যায়, যা দ্রুত ছড়িয়ে যায় আশেপাশের এলাকাতে। দমকল কর্মীদের প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। মাত্র কয়েকদিনের মধ্যে আর একবার এই আগুনের ঘটনা সকলকে চিন্তিত করে দিয়েছে।

এই বিধ্বংসী আগুন কোন দুর্ঘটনা নাকি কোন ষড়যন্তের ফল, তা খতিয়ে দেখবে পুলিশ। গোডাউনে পর্যাপ্ত অগ্নিনির্বাহক ব্যবস্থা ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।