সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্রীলঙ্কা: চা রপ্তানির বাজারে স’ঙ্ক’ট, বি’রা’ট সু’যো’গ ভারতের কাছে

শ্রীলঙ্কা বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ। সেই দেশে বর্তমান অর্থনৈতিক সঙ্কট ভারতের সামনে চা-বাণিজ্যের পথ প্রশস্ত করতে পারে।

এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারত নানা সামগ্রী দিয়ে সাহায্য করে প্রতিবেশীর দায়িত্ব পালন করছে।

বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক সঙ্কটজনিত সে দেশে উদ্ভূত রাজনৈতিক, সামাজিক অস্থিরতা শ্রীলঙ্কার চা রফতানির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এবং বিশ্বব্যাপী চা লেনদেনের ক্ষেত্রে একটা শূন্যস্থান হবে।

আরো পড়ুন: পাকিস্তানের জেলে ১২ বছর ব’ন্দি থাকার পর দেশে ফিরলেন “মৃ’ত” যুবক

ভারত উদ্যোগী হলে সেই শূন্যস্থান ভরাট করা সম্ভব হবে বলে জানাচ্ছেন‌ বিশেষজ্ঞেরা। ICRA Ltd-এর vice president Kaushik Das জানাচ্ছেন, শ্রীলঙ্কা বছরে 300 মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদন করে থাকে। যার মধ্যে 97-98 শতাংশ চা-ই বিদেশে রফতানি করে।

তিনি আরও জানাচ্ছেন, বিশ্বব্যাপী চা-বাণিজ্যের প্রায় 50 শতাংশ শ্রীলঙ্কা থেকে বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হয়। শ্রীলঙ্কার চা প্রধানত পশ্চিম এশিয়ার দেশগুলিতে, যেমন ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি লিবিয়া, রাশিয়া, তুরস্কেও সরবরাহ করা হয়।