সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলাদেশের রহস্যময় চা, কেজি প্রতি দা’ম মা’ত্র ১৬ কো’টি!

এখনো পর্যন্ত কত দামি চা খেয়েছেন আপনি? যদি বলি চায়ের দাম ১৬ কোটি টাকা, এই চা খেয়েছেন কোনোদিন? দাম শুনে অবাক হয়ে যাচ্ছেন নিশ্চয়ই! স্বাভাবিকভাবে হওয়ারই কথা। এটা কি চা? না মূল্যবান কোনো ধাতু? সত্যিই এ যেন সোনার থেকেও অধিক দামী।

প্রশ্ন আসতে পারে চা উৎপাদন হয় কোথায়? বাংলাদেশের বুকে উৎপাদিত হচ্ছে এই চা। খুবই যত্নের সাথে বাগানে উৎপাদন করা হয় এই চা যেখানে থাকে সোনার প্রলেপ। এই চায়ের উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ।

যারাই বাংলাদেশের বুকে এই চা উৎপাদন করে চলেছে, গোল্ডেন বেঙ্গল টি নামে। বিশ্বে এই চায়ের মূল্য ১৪ লাখ পাউন্ড, যা বাংলাদেশের মূল্য হিসেবে ১৬ কোটি টাকা।

আরো পড়ুন: ইন্টারনেট না থাকলেও UPI লেনদেন হ’চ্ছে, কি এই UPI 123PAY প’দ্ধ’তি? জানুন বি’শ’দে

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গত বছর থেকেই নাকি বাংলাদেশের সিলেটে, গোপনে এই চা উৎপাদন করা হচ্ছে। তবে এই অভিযোগ আনা হলেও, বাংলাদেশের চা বিশেষজ্ঞদের মতে, এই চা উৎপাদন নিয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। সংস্থা জানিয়েছে প্রায় সাড়ে চার বছর দীর্ঘ প্রচেষ্টার পর এই চা উৎপাদন করা সম্ভব হয়েছে।

অনেকে গ্রিন টি বলে থাকলেও যদি এই চা সাদা পেয়ালায় পরিবেশন করা হয়, তাহলে তার রং সোনালী হয়ে যাবে।অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় এই চাকে।

বিশেষ করে একাধিক রাজপরিবারে এই চা সরবরাহ করা হয়ে থাকে, যার কারণে এই চায়ের নাম আবার হোয়াইট টি হিসেবেও বলা হয়ে থাকে, কারণ সব ধরনের চায়ের মধ্যে এইচা সবথেকে বেশি জনপ্রিয় রাজ পরিবারে।