সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইন্টারনেট না থাকলেও UPI লেনদেন হ’চ্ছে, কি এই UPI 123PAY প’দ্ধ’তি? জানুন বি’শ’দে

আপনি কি ইউপিআই পেমেন্ট করতে চান? তার পরিষেবা ব্যবহার করতে চান? তাহলেতো স্মার্টফোন কিনতেই হয়, তাই না?কিন্তু আপনাকে যদি বলা হয় এই ইউপিআই পরিষেবা ব্যবহার করার জন্য, এখন আর দরকার পরবে না স্মার্ট ফোন। তাহলে কি আপনার বিশ্বাস হবে? এখন আপনি আপনার ফিচার ফোনের মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

ডিটেইলস সে এখনো জানা না গেলেও এইটুকু ধারণা পাওয়া গেছে, সহজেই আপনি আপনার ফিচার ফোনের মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে তাহলে সেই সব প্রশ্নের উত্তর নিয়েই কথা বলা হোক। এই প্রক্রিয়া টির নাম দেওয়া হয়েছে upi123pay।

মোটকথা চারটি প্রযুক্তিগত অপশনের মাধ্যমে আপনি আপনার দরকারি কাজ গুলো করতে পারবেন সহজেই। সেটা বিল পেমেন্ট থেকে শুরু করে, পরিবার বন্ধুদের কাছে অর্থ পাঠানো, এমনকি ফাস্ট্যাগ রিচার্জ পর্যন্ত করতে পারবেন। তাছাড়া মোবাইল রিচার্জ তো আছেই।

আরো পড়ুন: পু’রা’নো ঘরে পড়েছিলো কাঠের বাক্স, খুলতেই আঁ’ত’কে উঠলেন, এখন ভাবছেন কে’ন খুলেছিলাম!

প্রথমেই আপনাকে একটি ব্যাংক একাউন্টের সাথে আপনার ফিচার ফোনের লিংক করাতে হবে। অবশ্যই সেটা ফোন নম্বর এর দ্বারা। এর পরের কাজ আপনাকে ব্যবহারকারীদের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন এর মাধ্যমে ফিচার ফোনে ইউপিআই সেট করতে হবে।

এরপরেই এরপর কাওকে পেমেন্ট করার সময় ফিচার ফোন ব্যবহারকারীকে 080-4516 3666 নম্বরে ফোন করতে হবে। এখানে ফোন করলেই জানতে চাওয়া হবে কোন কাজের জন্য পেমেন্ট করতে চাইছেন? এইসব অপশনের মধ্যে রয়েছে Money Transfer, LPG Gas refill, Fastag Recharge, Mobile Recharge, EMI Payment, Balance Check এবং আরও অনেক পরিষেবা পাওয়া যাবে বলেও জন গেছে।

সমস্ত কাজ হয়ে যাওয়ার পর টাকা ট্রান্সফারের জন্য একটি নির্দিষ্ট অপশনে ক্লিক করতে হবে, এর সাথেই আপনাকে টাকার পরিমাণ ও যাকে পাঠাবেন তার ইউপিআই আইডি টাইপ করতে হবে।

সবশেষে যদি আপনি সেন্ড অপশনে ক্লিক করেন তাহলে টাকা সেন্ড হয়ে যাবে। তবে বলা যেতে পারে আপনার তরফ থেকে টাকা পাঠানোর বিভিন্ন নিয়মাবলী সম্পন্ন হল।

আরো পড়ুন: এসি-ফ্যান চ’ল’বে বিদ্যুৎ ছাড়াই, এই কাজটি করলেই কে’ল্লা’ফ’তে

এখানেই শেষ নয় মিসড কলের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন। প্রথমে আপনাকে আপনার মোবাইলের সাথে নিজের ইউপিআই আইডি লিঙ্ক করতে হবে।

সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আপনি যে ব্যক্তিকে টাকা পাঠাবেন তাকে একটি মিসকল দিতে হবে। তারপরেই খুলে যাবে আপনার সামনে একটি পপআপ উইন্ডো, সেখানে টাকার পরিমাণ টাইপ করে আপনাকে সেন্ড অপশনে ক্লিক করতে হবে।