সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের পরবর্তী CDS হ’তে পারেন এই অফিসার, দ্রুত নেওয়া হ’তে পা’রে সিদ্ধান্ত

চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৩ জন যাত্রী আকাশপথে কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান । ভারতীয় বায়ুসেনার নির্ভরযোগ্য ও নবীনতম সদস্য Mi-17V5 হেলিকপ্টার, কিভাবে ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।

General Manoj Mukund Naravane takes charge as India's 28th Army chief - The  Statesman

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বিপিন রাওয়াতের প্রয়াণে তাঁর শূণ্যস্থান পূরণ করা নিয়ে বুধবার সন্ধ্যায় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রি গোষ্ঠীর বৈঠক বসে। একদিকে চীনা আগ্রাসন এবং অন্যদিকে পাকিস্তানের সন্ত্রাসী মনোভাব- এই দুইয়ের মধ্যে সিডিএসের অকাল প্রয়াণে এখন চিন্তার কালো মেঘ দেখা গিয়েছে ভারতের আকাশে।

Reserve right to strike sources of terror': Pakistan warned by new Army  chief Manoj Mukund Naravane

এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। এখানেই আলোচনা করা হয় দেশের পরবর্তী সিডিএস পদে কাকে নিযুক্ত করা হবে।

General Manoj Mukund Naravane takes charge as 28th Army Chief | NewsBytes

সূত্রের খবর অনুযায়ী, ভারতের তিন বাহিনীর সেনা প্রধানদের মধ্যে ভারতীয় সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বর্তমানে বয়োজ্যেষ্ঠ। তাই এই পদের জন্য তাঁর দিকেই পাল্লা ভারী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু আবার এটাও শোনা যাচ্ছে, বিপিন রাওয়াতকে যখন চীফ অফ ডিফেন্স স্টাফ পদে নিযুক্ত করা হয়েছিল, তখন তাঁর থেকেও বয়োজ্যেষ্ঠ ২ জন আধিকারিক ছিলেন সেনাবাহিনীতে।