সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাতে পি’স্তল’ নিয়ে ইনস্টাগ্রামে রিল, গ্রে’ফ’তা’র যুবক

সোশ্যাল মিডিয়ায় টিক টক এর মাধ্যমে বিভিন্ন রিলস তৈরি করে অনেকেই জনপ্রিয় হয়েছে। বর্তমানে টিকটকের মতো রিলস বানানোর অ্যাপটি বন্ধ হয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে রিলস করার অপশন দেওয়া হয়। বর্তমানে ইনস্টাগ্রামের রিলস অত্যন্ত জনপ্রিয় আকার ধারণ করেছে।

রিলস বানানোর জন্য সকলেই নানা রকম পদ্ধতি অবলম্বন করে ফেমাস হওয়ার জন্য। সম্প্রতি একটি যুবক এই ধরনের রিলস বানিয়ে বেকায়দায় পড়ল, রিলসটি বানানোর জন্য পুলিশ তাকে গ্রেফতার করছে।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা মগরাহাটে। রিলস বানানোর সময় হাতে ছিল আসল পিস্তল, এবং যেটাই হলো কাল।আসল পিস্তল ব্যবহার করার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, ওই যুবকের নাম ইমরান খান বয়স কুড়ি বছর।

আরো পড়ুন: কলকাতার নতুন মেট্রো স্টেশনগুলোতে বাংলা সাইনবোর্ড রা’খ’তে হবে, রাজ্যসভায় প্র’স্তা’ব তৃণমূলের

রিলসটিতে হিন্দি ছবি “সানাম রে” গানটিকে করতে করতে পিস্তল দিয়ে তার নিজের কপালে ঠেকায়। আসল পিস্তল ব্যবহার করার ব্যাপারটি পুলিশের কানে পৌঁছাতে এই যুবকের বাড়ি এসে পৌঁছায় ডায়মন্ড হারবারের জেলা পুলিশের দল। পিস্তলসহ ওই যুবককে তুলে নিয়ে যাওয়া হয় থানায়।

তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারা যায় সে ৭ এমএম এর পিস্তলটি একটি দোকান থেকে পেয়েছিল। এরপরেই পুলিশের তৎপরতায় মগরাহাটের দোকানে তল্লাশি করা হয়, পাওয়া যায় সেখান থেকে আটটি আগ্নেয়াস্ত্র এবং গুলি।

কি করে ওই দোকানে এত আগ্নেয়াস্ত্র এলো সে ব্যাপারে এখন তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও ব্যাপারটি সম্পর্কে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এখন প্রশ্ন কি করে অল্প বয়সী যুবকের হাতে পৌঁছালো পিস্তলটি?