সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকিস্তানের জেলে ১২ বছর ব’ন্দি থাকার পর দেশে ফিরলেন “মৃ’ত” যুবক

কার্যত অকাল উৎসবে মেতে ওঠলেন বিহারের বক্সার জেলার খিলাফতপুর গ্রামের বাসিন্দারা। ১২ বছর পর ঘরে ফেরা ওই যুবকের নাম ছবি মুসাহার।

১২ বছর তাঁর মুখ দেখেননি পরিবারের সদস্যরা। সকলেই ধরে নিয়েছিলেন, তিনি আর বেঁচে নেই। নিজের ঘরে সেই ‘মৃত’ মানুষই কিনা ফিরে এল।

এমন ঘটনায় শুধু পরিজনেরাই নন, উচ্ছ্বসিত গোটা গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বয়স ৩৫ বছর। গত ১২ বছর ধরে পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় কেটেছে তাঁর।

আরো পড়ুন: হাতে হাত মিলিয়ে স’ন্ত্রা’স’বা’দ রু’খে দেব, কাশ্মীরিদের প্র’তি বা’র্তা ভারতীয় সেনার

বক্সারের জেলাশাসক আমন সমীর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ৮ এপ্রিল ছবিকে পঞ্জাব থেকে নিয়ে আসা হয়। তাঁকে ফেরত আনতে রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রতিনিধিদল পাঠানো হয়।

ওয়াঘা সীমান্তে পাক প্রশাসনের পক্ষ থেকে ছবিকে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তারপর সেখান তাঁকে বিহারে ফিরিয়ে আনা হয়।