সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছরের শে’ষে বা’ড়’তে চলেছে বেতন, কর্মীদের ভা’লো খবর দি’লো এই কোম্পানি

টিসিএস এর কর্মচারীদের জন্য এবার এসে গেছে নতুন একটি সুখবর। টাটা কনসালটেন্সি সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে বছরে শেষে আবার নতুন করে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে।

প্রায় ৬ থেকে ৮ শতাংশ হারে বেতন বৃদ্ধি পাবে এই সংস্থার কর্মচারীদের। বছরের মধ্যে কার সময়ে এই ধরনের একটি খবর পেয়ে অত্যন্ত খুশি কর্মচারীরা।

এছাড়াও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেতনের সাথে সাথে নিয়োগ পর্ব নতুন করে শুরু হবে। প্রায় ৪০ হাজারের কাছাকাছি কর্মচারী সংস্থায় নিয়োগ করা হবে,যা শুনে খুশি সাধারণ নাগরিকরা।

একদিকে যখন লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থানহীন, সেইখানে এরকম ধরনের একটি খবর সত্যিই আনন্দের ব্যাপার নগরবাসীদের কাছে। প্রতিটি আইটি কোম্পানি বর্তমানে সমৃদ্ধির দিকে এগোচ্ছে।

আরো পড়ুন: বাংলার “স্টিকার” প্রকল্প এখন হ’য়ে গে’লো কেন্দ্রের, ভিডিও পো’স্ট শুভেন্দুর

করোনা মহামারীর জন্য যেখানে বিভিন্ন সেক্টর গুলির অবস্থা শোচনীয় হয়ে পড়ছে, সেখানে তার উল্টো দিকেই সাফল্যের দিকে এগিয়ে চলেছে আইটি।

বর্তমানের একটি সমীক্ষা অনুযায়ী জানা গেছে যে সাফল্যের দিকে সবথেকে বেশি উপরে রয়েছে আইটি কোম্পানি গুলো। দ্বিতীয় স্থানে রয়েছে টিসিএস এবং তৃতীয় স্থানে ইনফোসিস।

একদিকে যখন করোনা মহামারীর পরে বিভিন্ন সেক্টর গুলি থেকে কর্মচারী ছাঁটাই করা হচ্ছিল, ঠিক তার উল্টো দিকে আইটিতে কিন্তু ছাঁটাইয়ের সংখ্যা অত্যন্ত কম ছিল এরকম পরিস্থিতিতে উল্টে বেতন বৃদ্ধি করা হয়েছিল কর্মচারীদের।