সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র একদিনের পেট্রোল আ’ছে দেশে! জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

চরম সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে শ্রীলংকা। বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে শ্রীলংকার কাছে যে পরিমাণ পেট্রোল বেঁচে আছে তাতে কোনো মতে এক দিন চলবে দেশ।

এই পরিস্থিতিতে শ্রীলংকার সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ দেশবাসীর প্রতি একটি বিশেষ ঘোষণা করলেন। দেশবাসীকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বললেন তিনি।

পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের দোকানের বাইরে ক্রেতা ও উপভোক্তাদের লম্বা লাইন রয়েছে। শ্রীলংকার বিদ্যুৎমন্ত্রী এই দেখে সরাসরি জানিয়ে দিয়েছেন শুধু শুধু লাইনে দাঁড়িয়ে কোনও লাভ নেই আর।

আরো পড়ুন: ১৫-১৬ দিনের মধ্যেই জা’ন’তে পারবেন বিজেপিতে আমি আ’ছি কি না: অর্জুন সিং

কারণ দেশের কাছে আর জ্বালানি নেই। এই পরিস্থিতিতে কাঁটার মুকুট মাথায় নিয়ে দেশের দায়িত্ব সামলাতে এসেছেন নতুন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের দাম মেটানোর জন্য অবিলম্বে ৭৫০ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কিন্তু শ্রীলংকার ভাঁড়ার শূন্য। প্রয়োজনীয় অর্থের যোগান কোথা থেকে আসবে জানা নেই প্রধানমন্ত্রীর। আগামী কয়েকটা মাস আরও দুর্বিষহ হতে চলেছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

যদিও প্রধানমন্ত্রীর আশ্বাস দিয়ে জানিয়েছেন ভারত থেকে পেট্রল ও ডিজেলের দুটি করে মোট চারটি শিপমেন্ট এসে পৌঁছবে। এতে আরও বেশ কয়েকটা দিন চলবে শ্রীলংকার।

তারপর আবার একই পরিস্থিতি সৃষ্টি হবে। দেশের চৌদ্দটি অত্যাবশ্যকীয় ওষুধের অভাব দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল এবং ব্যাক্তিগত স্তরে বিত্তশালীদের সাহায্য না পেলে শ্রীলঙ্কার পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন।