সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Student Internship Scheme: কা’জ পে’তে কি কি শর্ত পূরণ করতে হ’বে জেনে নিন, যোগ্যতা কি কি?

বেকারত্বের দিকের বিচারে দেশের তুলনায় পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের হার কিছুটা হলেও ভালো বলে জানাচ্ছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। গত ডিসেম্বর মাসের পরিসংখ্যান তুলে ধরে এই সংস্থা এমনটাই দাবি করছে। ডিসেম্বরে সমগ্র দেশের তুলনায় বাংলায় বেকারত্বের হার কিছুটা হলেও কম ছিল বলে দাবি করা হয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এক নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন।

মুখ্যমন্ত্রী এদিন স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই স্কিমের মাধ্যমে কৃতি ছাত্র-ছাত্রী রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষানবিস হিসেবে কাজ করতে পারবেন। রাজ্যে যে কোনো ক্ষেত্রে কাজের সময় এই সময়কার অভিজ্ঞতা তাদের কাজে লাগবে। এই নতুন প্রকল্পে আপাতত কৃতি ছাত্র-ছাত্রীদের নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। বেকার যুবক যুবতীরা সরকারি ক্ষেত্রে শিক্ষানবিস হিসেবে কাজের সুযোগ পাবেন।

ইউ জানানো হয়েছে নির্ধারিত শিক্ষাস্তরের ক্ষেত্রে ন্যূনতম 50 শতাংশ নম্বর এবং 40 বছরের মধ্যে বয়স হলেই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের আওতায় কাজের সুযোগ মিলবে। ‌ কোন কোন ক্ষেত্রে কত শতাংশ আসন নিয়ে শিক্ষানবিস হিসেবে নিয়োগ করা হবে তা অবশ্য এখনও স্পষ্ট ভাবে জানাননি মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত শিক্ষানবিশদের স্টাইপেন্ড কত হতে পারে সে সম্পর্কেও তিনি কিছু জানাননি।

সোমবার দুপুর দুটো থেকে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করে জানান বর্তমান পরিস্থিতিতে আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ আবার আগের মত খুলে দেওয়া হবে। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের পঠন পাঠন শুরু হচ্ছে। নিচু ক্লাসের জন্য পাড়ায় শিক্ষালয় ব্যবস্থা চালু করা হয়েছে।