সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র এক মাসেই ভো’ল ব’দ’ল! তৃণমূল ছাড়লেন গোয়ার হেভিওয়েট নেতা

2022 সালের গোয়া বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো তৃণমূল দলে যোগদান করেছিলেন। তবে এক মাসও গেল না, তৃণমূলের প্রতি মোহ ভঙ্গ হলো তার। তাই তিনি ঠিক এক মাসের মাথায় এসে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলে দল ত্যাগ করলেন। রাজনৈতিক মহলে গুঞ্জন তিনি আবার কংগ্রেস দলে যোগদান করতে পারেন।

ক্যালাঙ্গুতে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বিধায়ক তথা গোয়ার প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মাইকেল লোবো মঙ্গলবার কংগ্রেসে যোগদান করেছিলেন। তিনিই অ্যালেক্সিও রেজিনাল্ডোকে যোগদান করার আমন্ত্রণ জানান। তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন গোয়ার পোন্ডার প্রাক্তন বিধায়ক লাবু মামলেদার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি পদত্যাগ পত্র লিখে তিনি অভিযোগ করেছিলেন বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য দলের দ্বারা নিয়োগ করা সংস্থা কার্যত জনগণের নাড়ি-নক্ষত্র জানেই না।

এর আগে মামলেদার মহারাষ্ট্রবাদি গোমন্তক পার্টির সদস্য ছিলেন। তৃণমূলের বিরুদ্ধে তিনি ধর্মীয় ভাবে মানুষকে বিভক্ত করার অভিযোগ তোলেন। তিনি বলেন তৃণমূল কংগ্রেস কখনোই ধর্ম নিরপেক্ষ দল নয়। বিজেপির থেকেও ভয়ানক এই দল। লাবু মামলেদারের সঙ্গেই তৃণমূল দল থেকে বিদায় নেন চারজন হেভিওয়েট নেতা।

একুশের বিধানসভা নির্বাচনে বিজয়ের পর রাজ্য সরকারের লক্ষ্য এখন 2024 এর লোকসভা নির্বাচন। বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে শক্তি বাড়ানোর চেষ্টায় আছে তৃণমূল। তারমধ্যে গোয়াও একটি রাজ্য। প্রথমে শক্তি বৃদ্ধি হলেও অবশ্য একের পর এক পদত্যাগপত্রে গোয়াতে মুখ থুবড়ে পড়ছে তৃণমূল।