সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের বৃহত্তম গাছ! দ’খ’ল করে রেখেছে ২০০ কিমি এলাকা, অ’বা’ক হ’চ্ছে’ন তো?

বটগাছ কার্যত বহু বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। শিবপুর বোটানিক্যাল গার্ডেনে এক বিশাল বড় বটবৃক্ষের রয়েছে যার বিস্তৃতি কার্যত অবাক করে। বিস্তীর্ণ এলাকাজুড়ে ঝুড়ি ফেলতে ফেলতে এই বটগাছের অনেকখানি প্রসার হয়েছে।

কখনো কখনো কয়েক কিলোমিটার পর্যন্ত জায়গা দখল করে নেয় এই বটগাছ। জানেন কি এমন একটি গাছ রয়েছে এই পৃথিবীতে যা প্রায় 200 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত?

সম্প্রতি অস্ট্রেলিয়াতে এরকম একটি গাছের হদিস পাওয়া গিয়েছে। পোসিডোনিয়া অস্ট্রেলিস নামের এই গাছ সম্প্রতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে সমুদ্র ঘাসের তৃণভূমী রয়েছে।

আরো পড়ুন: কল্যাণী AIIMS-এ নিয়োগ নিয়ে দু’র্নী’তি, বিজেপির বি’রু’দ্ধে ত’দ’ন্তে CID

যা প্রায় দু’শো কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। একটি ব্রিজ থেকে এই গাছের জন্ম হয়েছে। সেটি নিজের প্রতিরূপ গঠন করতে করতে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশের উদ্ভিদ নিয়ে গবেষণা করতে শুরু করেছিলেন। সেই সময় তারা এই গাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন।

এটি বিরাট তৃণভূমির চেহারা নিলেও আসলে একটি মাত্র উদ্ভিদ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গাছটি আবিষ্কার করে অবাক হয়েছেন বিজ্ঞানীরা।

আমেরিকার উদ্ভিদ পান্ডোকে রীতিমতো হারিয়ে দিয়েছে এই গাছ। এই গাছ আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর সবথেকে বৃহত্তম উদ্ভিদ ছিল আমেরিকার গাছটি। অস্ট্রেলিয়ার এই গাছের মতোই আমেরিকার গাছটিও বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।