সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৩ স্ত্রীকে একসাথে প্রে’গ’নে’ন্ট বা’নি’য়ে রে’ক’র্ড গড়লেন স্বামী

বহুবিবাহ প্রথা বলতে বোঝায় একজনের একাধিক বিবাহ। বহু বছর আগে ভারতে এমন বহুবিবাহের প্রচলন ছিল। তা এখন আইনত নিষিদ্ধ। তবে বিশ্বের অন্যান্য কম উন্নত দেশে কোথাও কোথাও এখনও এই চল রয়েছে। এমনই এক বিস্ময়কর ঘটনা উঠে এসেছে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরালও হয়েছে এই ঘটনা। যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তির ১৩ জন স্ত্রী রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় তিনি সকল স্ত্রীদের একসাথে গর্ভবতীও করেছেন।

মনে করা হচ্ছে এই ব্যক্তিটি নাইজেরিয়ার বাসিন্দা। ভাইরাল ছবিটিতে ব্যক্তিটিকে এবং তার দু’পাশে সারিবদ্ধভাবে রয়েছেন গর্ভবতী ১৩ জন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ওয়েবসাইটে এক নতুন তথ্যও প্রকাশ পেয়েছে। জানা গেছে ওই মহিলারা সকলেই একে অপরের বান্ধবী ছিলেন। তারা নির্দ্বিধায় একে অপরের সাথে নিজের স্বামীকে ভাগ করে নিয়েছেন এবং বেশ সুখে শান্তিতেই আছেন। তাদের মধ্যে নেই কোনোরকম ঝগড়া বা মন কষাকষি। সবচেয়ে আশ্চর্য্যজনক ব্যাপার হল, তারা সকলেই একসাথে গর্ভবতী হয়েছেন এবং গর্ভাবস্থার বিভিন্ন ধাপে রয়েছেন।

তবে এই ঘটনা যে আদৌ সত্যি সে বিষয়ে সঠিক প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ ঘটনাটি মিথ্যেও হতে পারে। এর প্রথম কারণ নাইজেরিয়াতে বহুবিবাহ আইনত নিষিদ্ধ এবং তা শা’স্তিযোগ্য অপরাধ। আর দ্বিতীয় কারণ হল, ছবিগুলির ব্যাকগ্রাউন্ড দেখে মনে হয় এটি কোনো গর্ভাবস্থার সময়ের ফটোশ্যুট ব্যতীত অন্য কিছু নয়।

তবে আমাদের দেশেও একই ব্যক্তির একাধিক স্ত্রী থাকার উদাহরণ এখনও রয়েছে। মিজোরামের জিওনা চানার কথা হয়তো অনেকেই শুনেছেন।এই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের মালিক এবং তাঁর ৩৯ জন স্ত্রী রয়েছে। যাইহোক সকল স্ত্রীকে একসাথে গর্ভবতী করার ঘটনা বেশ আশ্চর্য্যজনক এবং দুর্লভ। আমার একটাই প্রশ্ন, সব বাচ্চাকে বাবা একসাথে সামলান কীভাবে? শুধু তাই নয়, আমাদের দেশে এমনও অনেক গ্রাম রয়েছে যেখানে শুধু যমজ বাচ্চাই জন্মগ্রহণ করে।