সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুশান্তের মৃ’ত্যু নিয়ে বলিউড ছ’বি “Nyaay: The Justice” মুক্তি পে’লো

২০২০ সালের ১৪ জুন এক রবিবারের দুপুরে আচমকাই খবর আসে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মৃত্যুর এক বছর পরেও আজও সমান জনপ্রিয় তিনি। সেইসাথে আজও প্রাসঙ্গিক রহস্যে মোড়া তাঁর মৃত্যুর আসল কারণ। তবে অভিনয় জগতে সুশান্তের স্ট্রাগল থেকে শুরু করে রহস্যজনক মৃত্যু সবকিছুতেই চিত্রনাট্য রয়েছে টানটান চিত্রনাট্যের ছোঁয়া। সুশান্ত সিং রাজপুতের জীবনী নিয়ে তৈরি এমনই একটি সিনেমা হল ‘ন্যায়: দ্য জাস্টিস’ । এই ছবির ছবির পরিচালক দিলিপ গুলাটি এবং প্রযোজনা করেছেন রাহুল শর্মা ও সরলা সারৌগি।

তবে মৃত্যু রহস্যের সমাধান না হলেও সুশান্তের জীবনী নিয়ে সিনেমা তৈরি করতে একেবারে হামলে পড়েছিলেন একাধিক পরিচালক, প্রযোজকরা। আর এখানেই আপত্তি জানিয়েছিলেন সুশান্তের বাবা কে কে সিং । তাঁর দাবি এমন অমীমাংসিত একটি বিষয় নিয়ে কীভাবে ছবি তৈরি করা যায়?

যেখানে সুশান্তের মৃত‍্যু আত্মহত‍্যা না খুন তাই প্রমাণ হয়নি সেখানে প্রয়াত অভিনেতার জীবনী নির্ভর ছবিতে কিভাবে নায়কের আত্মহত‍্যা দেখানো হচ্ছে? এমনই একাধিক প্রশ্ন তুলে ছবি মুক্তির উপর স্থগিতাদেশ জারির জানিয়ে আদালতে আবেদন করেছিলেন তিনি। কিন্তু তাঁর আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলার সিঙ্গল বেঞ্চ।

আদালতের রায়ে বলা হয়েছে, এই ছবি যে সুশান্তের বায়োপিক তার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। ছবিতে প্রয়াত অভিনেতার নাম উল্লেখ করা হয়নি। এছাড়া তাঁকে কোনো রকম বিদ্রুপও করা হয়নি।আদালতের রায়ে খুশি হয়ে প্রযোজক রাহুল শর্মা বলেছিলেন ‘এই ছবিটি অর্থ উপার্জনের জন্য নয়, সুশান্ত সিংয়ের ন্যায়বিচার পাওয়ার জন্য তৈরি।’