সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কে’নো অক্ষয় তৃতীয়া এতটা গুরুত্বপূর্ণ? জেনে নিন বি’শ’দে

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। হিন্দু শাস্ত্র মতে এই দিনটি অত্যন্ত পবিত্র। গণেশ এবং ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন বলে জানা যায়।

বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মতিথি এটি। এদিন দেবী অন্নপূর্ণা জন্ম হয়েছিল। স্বর্গ থেকে গঙ্গার মর্তে অবতরণ ঘটেছিল এই অক্ষয় তৃতীয়ার দিন।

এদিন ব্যবসায়ীরা গণেশ এবং লক্ষ্মীপুজো করে দিনটি শুরু করেন। এদিন অনেকেই নতুন ব্যবসার শুভ সূচনা করেন। এছাড়া অনেকেই গঙ্গা স্নান করে দান ধ্যান করে পুণ্য অর্জন করে থাকেন।

আরো পড়ুন: হাতে মা’ত্র ৩ ঘণ্টা সময়, এই তিন জেলায় ধে’য়ে আ’স’ছে কালবৈশাখী

বিষ্ণু এবং কৃষ্ণের বিশেষ পূজা করা হয়ে থাকে এই পবিত্র দিনটিতে। ভক্তরা সারা দিন উপোস করে থাকেন।  দিনটি মাহাত্ম্য গুনে অত্যন্ত পবিত্র দিন বলে মনে করা হয়।

হিন্দু ধর্মে বিশ্বাসীরা অক্ষয় তৃতীয়ার দিনটিকে নানা তাৎপর্য ব্যাখ্যা করেন। ভক্ত এবং ধর্মপ্রাণ মানুষেরা এই দিনটিতে অনেক আচার-অনুষ্ঠান পালন করে থাকেন। মানুষের মনে এই দিনটির অত্যন্ত গভীর প্রভাব এবং সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে।