সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক ধা’ক্কা’য় অনেকটা ক’ম’লো বিলিতি ম’দে’র দাম, একনজরে দে’খে নিন “রেট”

সূরা প্রেমীদের জন্য সুখবর শোনালো রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে এই রাজ্যে এবার বিলিতি মদ অনেকটাই সস্তা হতে চলেছে। মদের দাম কমায় বিক্রি বাড়বে। এতে মোটা রাজস্ব লাভ হবে রাজ্য সরকারের। নতুন আবগারি শুল্ক লাগু হওয়ার ফলে এবার মদের দাম প্রায় 25% পর্যন্ত সস্তা হতে চলেছে। এক নজরে দেখে নিন রাজ্যের বাজারে মদের বোতলের দাম কত সস্তায় পাওয়া যাচ্ছে।

যে মদের বোতল এতদিন 2000 টাকা পর্যন্ত বিক্রি হতো সেগুলির দাম সর্বোচ্চ 450 টাকা পর্যন্ত কমে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই নিয়ম মেনেই 2200 থেকে 2300 টাকা পর্যন্ত মদের বোতলের দাম 500 থেকে 600 টাকা পর্যন্ত কমে যাবে। এতদিন সরকারি পোর্টালের মাধ্যমে মদ বিক্রি বন্ধ ছিল। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে নতুন হারে শুল্ক ধার্য করলে মদ সস্তা হলে বিক্রি বাড়বে। এতে রাজ্যের রাজস্ব বাড়বে।

750 মিলিলিটার রয়াল স্টাগের বোতল এখন 980 টাকায় পাওয়া যায়। নতুন শুল্কের ফলে 710 টাকা হয়ে যাবে সেই দাম। রয়েল চ্যালেঞ্জের 750 মিলিলিটার বোতলের দাম 1000 টাকা থেকে কমে যাবে 730 টাকায়। একই সঙ্গে জানানো হয়েছে যে ম্যাকডয়েল সেলিব্রেশন রামের 750 মিলিলিটার বোতলের দাম 640 টাকা থেকে কমিয়ে 540 টাকা হয়ে যাবে।

ব্লেন্ডার্স প্রাইডের 750 মিলিলিটার বোতলের দাম 1350 টাকা থেকে কমিয়ে 920 টাকায় হয়ে যাবে। অ্যান্টিকুইটি ব্লু 750 মিলিলিটার বোতলের দাম 1610 টাকা থেকে কমিয়ে 1200 টাকা হতে পারে।