সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতার স্বপ্নের দুয়ারে রেশন প্র’ক’ল্প বে’আ’ই’নি, ব’ড় রা’য় হাইকোর্টের

পশ্চিমবঙ্গে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার ভোটে জেতার পর থেকেই মুখ্যমন্ত্রী অনেকগুলি প্রকল্পের কথা ঘোষণা করেন। তাঁর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো ‘ দুয়ারে রেশন ‘ প্রকল্প। এই প্রকল্পের কথা তিনি ঘোষণা তো করে দিয়েছিলেন কিন্তু এই প্রকল্প বেশিরভাগ জায়গাতেই এক্সিকিউট করা যায়নি।

আর এরই মধ্যে একদল রেশন ডিলার গত বছর আগস্ট মাসে হাইকোর্টে মামলা করেন। তাদের অভিযোগ ছিল এই দুয়ারে রেশন প্রকল্প একটি বেআইনি প্রকল্প। কারণ এভাবে সরকারি রেশন কারো বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসার নিয়ম নেই। দিল্লিতেও এই কর্মসূচি করার চেষ্টা হয়েছিল কিন্তু সেখানের আদালত পারমিশন দেয়নি।

তাই তাঁরা অভিযোগ করেন এটি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধ একটি কাজ। কিন্তু সেই সময় যিনি বিচারপতি ছিলেন তিনি তাদের আবেদন খারিজ করে দেন। কিন্তু তাঁরা থেমে যায়নি। তাঁরা আবারও ডিভিশন বেঞ্চে একই মামলা করেন। আর সেখানে বিচারপতি অনিরুদ্ধ বসু ও চিত্তরঞ্জন সাউ – এর নেতৃত্বে রায় দেওয়া হয় যে দুয়ারে রেশন সত্যি একটি বেআইনি প্রকল্প।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর মা, শো’ক’স্ত’ব্ধ সাউথ ফি’ল্ম ইন্ডাস্ট্রি

আর এই রায় ঘোষণা হওয়ার পরে মামলাকারি শেখ আব্দুল মাজি জানান যে, ‘ এই প্রকল্প একটি বেআইনি প্রকল্প। কিন্তু রাজ্য সরকার জোর করে বা কাউকে জরিমানা করে দুয়ারে রেশন দিতে বাধ্য করছিলেন। তবে আদালত থেকে এই প্রকল্পকে বেআইনি ঘোষণা করা হয়েছে ‘। তাই এই রায় যে রাজ্য সরকারের জন্য খুব একটা ভালো হলো তা বলা যাচ্ছে না।

কারণ মুখ্যমন্ত্রী তৃতীয়বার ক্ষমতায় আসার পর বলেছিলেন সাধারণ মানুষকে আর রেশন দোকানে এসে মাল নিয়ে আসতে হবে না। রেশন নিজেই যাবে সাধারণ মানুষের কাছে। সেই প্রতিশ্রুতি শেষ অবধি রাখা হয়তো সম্ভব হবে না। সমস্ত জায়গায় এই কর্মসূচি তো পালন হচ্ছিলই না। যে জায়গায় গুলোয় হচ্ছিল আদালত রায় দেওয়ার পর সেই জায়গা গুলোতেও বন্ধ হতে চলেছে রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প।