সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রঙের স’ম্ভা’র নি’য়ে বাংলা’র বা’জা’রে হা’জি’র উত্তর প্রদেশে’র বি’ক্রে’তা’রা

রঙের সম্ভার নিয়ে বাংলার বাজারে হাজির উত্তর প্রদেশের বিক্রেতারা

দীপাবলি উপলক্ষে রঙ্গোলির রং এবং ছাঁচ বিক্রি করতে বাজারে হাজির উত্তর প্রদেশের বিক্রেতারা।
মালদা শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন পৌর বাজারে বিক্রি হচ্ছে রঙ্গোলির রং এবং ছাঁচ।

দীপাবলি মানেই আলো এবং রঙের উৎসব। বিভিন্ন ধরনের রঙের সম্ভার নিয়ে বাজারে হাজির হয়েছেন উত্তর প্রদেশ থেকে আগত বিক্রেতারা। রঙের পাশাপাশি রঙ্গোলির ছাঁচ বিক্রি করা হচ্ছে বাজারে।

বিক্রির পাশাপাশি ক্রেতাদের প্রশিক্ষণ দিয়ে রাঙ্গোলি দেওয়ার পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন বিক্রেতারা।

এক বিক্রেতা জানান, তারা উত্তরপ্রদেশের কানপুর থেকে দীপাবলি উপলক্ষে মালদায় এসেছেন রঙ্গোলির রং এবং ছাঁচ বিক্রি করতে। ৫০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে রঙ্গোলির ছাঁচ। রঙ্গোলির রং বিক্রি হচ্ছে ১০০ গ্রাম ২০ টাকায়।