সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কে হবেন জিনপিংয়ের উত্তরসূরি? বিশ্ব জু’ড়ে জ’ল্প’না

শি জিনপিংয়ের হাতে গত ১০ বছর ধরে দেশে যাবতীয় ক্ষমতা চাবিকাঠি রয়েছে। গবেষকদের দাবি, ‘শীতযুদ্ধ’ উত্তর বিশ্বে চিনকে শক্তিশালী করে তোলার নেপথ্য করিগর তিনিই।

আর্থিক ও সামরিক — সমান তালে দু’দিকের ক্ষমতা বৃদ্ধি করেছেন জিনপিং। অনেকের এমনও দাবি, ২১ শতকের বিশ্বে সুপার পাওয়ার আমেরিকাকে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে, তবে সে হল চিন।

কিন্তু, এর মাঝেই নিঃশব্দে অন্য বিপদ উঁকি দিতে শুরু করেছে ড্রাগনল্যান্ডে। শি-র মতো শক্তিশালী নেতা আর তৈরি করতে পারেনি তাঁর দল। সে ক্ষেত্রে জিনপিংয়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরো পড়ুন: আ’রো ২ দিন ED হেফাজতে পার্থ-অর্পিতা জু’টি

লন্ডনে কর্মরত এক অধ্যাপক সম্প্রতি ‘কমিউনিস্ট পার্টিস বিগ বার্থ ডে’ শীর্ষক এক আলোচনা সভায় এই নিয়ে মুখ খোলেন। স্টিভ সাং নামে ওই গবেষকের দাবি, শক্তিশালী নেতা যে তৈরি হয়নি, দেরিতে হলেও এই সত্যটা বুঝেছে চিনা কমিউনিস্ট পার্টি। তাই নভেম্বরে ২০তম পার্টি কংগ্রেসে উত্তরসূরির নামে নিজেই ঘোষণা করবেন শি।