সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নগদ ৫ লক্ষ টা’কা দিয়ে সোনা কিনেছেন বৃদ্ধ, শে’ষে জানলেন সবটাই নকল!

পাঁচ লক্ষ টাকার সোনার গয়না কিনে ঠকলেন শ্যামপুকুরে ৬৩ বছরের এক বৃদ্ধ। রুপোর মুদ্রা দেখিয়ে বিশ্বাস অর্জন করে পাঁচ লক্ষ টাকার নকল সোনার গয়না বৃদ্ধের হাতে তুলে দিয়ে টাকা নিয়ে চম্পট দিয়েছে প্রতারকেরা। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রতারকদের বিরুদ্ধে। যদিও অভিযোগের পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ প্রতারিত বৃদ্ধ অসীমকুমার দে।

শ্যামপুকুর স্ট্রিটের বাসিন্দা ওই বৃদ্ধ স্টিল অথরিটি অব ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মী। স্ত্রী চন্দনা এবং ছেলে অর্চন রয়েছেন তার পরিবারে। তার ছেলে অর্চন একটি বহুজাতিক সংস্থার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দিন কতক আগে ভূপেন বসু অ্যাভিনিউয়ের রাস্তায় তার সঙ্গে এক অপরিচিত ব্যক্তির দেখা হয়। ওই ব্যক্তি তাকে দুটি রুপার মুদ্রা দেখিয়ে সেগুলি কোথায় বদল করা যায় সে সম্পর্কে জানতে চায়।

এরপর অসীমবাবু তাকে প্রস্তাব দেন সেই রুপার মুদ্রাগুলি তিনিই কিনতে চান। এক একটি মুদ্রা ৪০০ টাকায় কিনতে রাজি হয়েছিলেন অসীমবাবাবু। প্রতারক ওই ব্যক্তি নিজেকে লিলুয়ার বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল। রুপোর মুদ্রা বিক্রি করার সময় ওই ব্যক্তি তাকে দুটি সোনার হার দেখায়। প্রতারকের ফাঁদে পা দিয়ে ৫ লক্ষ টাকায় সোনার হার কিনে নেন তিনি।

এরপর সেই সোনার গয়না অন্য সোনার দোকানে বিক্রি করতে গিয়েই তিনি জানতে পারেন তাকে ঠকানো হয়েছে। সোনার গয়না বলে তার কাছে যেগুলি বিক্রি করা হয়েছে সেগুলি আদতে নকল। এরপর তিনি শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করলে তিনি লালবাজার থানায় ফের অভিযোগ দায়ের করেন।