সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুখ একদম কড়াতের ম’তো, ভ’য়া’ন’ক দেখতে মাছ মৎস্যজীবীদের জা’লে ধ’রা পড়লো

সমুদ্রের বুকে মাছ ধরার পাশাপাশি জেলেরা নানান রহস্যময় ঘটনার সম্মুখীন হয়। আর এমন কিছু জিনিস তারা দেখতে পায় যেগুলো বাস্তবে সত্যিই বিরল। আর সেই কারণেই যেসব জেলেরা সমুদ্রে মাছ ধরে, তাদের জীবন একদিকে যেমন অ্যাডভেঞ্চারাস, তেমনই বিপদসঙ্কুল।

কখনো তারা বৃহদাকার দৈত্যের মতো মাছ দেখতে পায় তো কখনো সমুদ্রের অনেক গভীরে তীক্ষ্ণ হুঙ্কার শুনতে পায়। আবার কখনও একেবারে অচেনা আকারের বিভিন্ন সামুদ্রিক প্রাণীর সাক্ষাৎও পেয়ে থাকে তারা।

সম্প্রতি কর্ণাটকের মালপের কাছে সমুদ্রে জেলেদের জালে একটি অদ্ভুত মাছ ধরা পড়ল। সেই মাছের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হল নেট দুনিয়ায়।

আরো পড়ুন: চোখের প’ল’কে ধু’লো’য় মি’শে যাবে নয়ডার জো’ড়া টাওয়ার

গভীর সাগরে সী ক্যাপ্টেন নামের একটি নৌকায় তোলা হয় মাছটি। এই অদ্ভুত মাছের ওজন ২৫০ কেজি। এর মুখটা দেখতে অনেকটা কড়াতের মতো। এই মাছটির নাম Sawfish বা Carpenter Shark

ভারতের উপকূলে এমন মাছ আগে দেখা দেয়নি। এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা দাবি করেছেন, গত এক দশকে ভারতীয় উপকূলে কার্পেন্টার হাঙ্গর ১০ বারেরও কম দেখা গিয়েছে। বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭- এর অধীনে সংরক্ষিত এই মাছ।

জেলরা মাছটিকে তীরে নিয়ে আসার পর মালপে ফিশারিজ হার্বারে নিলাম করা হয়। সেখানে একটি ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়। বন্যপ্রাণী আইন দ্বারা সংরক্ষিত এই মাছ জেলেটি বিক্রি করেছেন ঠিকই, তবে এক্ষেত্রে সমস্যা হতে পারে সেই জেলের।

কারণ সংরক্ষিত পশু বিক্রি করা অপরাধ। বাঘ শিকার করলে যে শাস্তি হয়, ঠিক সেরকমই হতে পারে। তবে পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য দফতরের জয়েন্ট ডিরেক্টর গণেশ কে।