সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হোটেল খু’লে’ছে’ন অরিজিৎ সিং! ভরপেট খাওয়া দাওয়া মা’ত্র ৩০ টা’কা’য়

অরিজিৎ সিং মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে। তাঁর সুরে যেমন প্রেম রয়েছে তেমনই রয়েছে মনখারাপের রেশ। বাংলার ছেলে অরিজিৎ নিজের কণ্ঠের মাধ্যমে মানুষকে যেমন আবেগপ্রবণ করে তুলতে পারেন তেমনই তাঁকে নাচের ছন্দে ফেরাতেও পারেন।

তবে, তার নেই কোনও অহংকার কোনও দম্ভ – তাই বোধহয় মানুষের কথা এত চিন্তা করেন তিনি। বলিউড থেকে টলিউড তাঁর সুরের নেশায় মত্ত, তবে তিনি কাঁপালেও একেবারেই ভিন্ন ধরনের মানুষ। আর পাঁচজন সাধারণ মানুষের মতই তাঁর জীবনযাত্রা। বেশিরভাগ সময় জিয়াগঞ্জেই থাকেন।

শুধু তাই নয়, হেঁটে-স্কুটি নিয়ে ঘুরতে পছন্দ করেন। এক্কেবারে সাদামাটা মানুষ। জিয়াগঞ্জে একটি হোটেলও চালান দীর্ঘদিন ধরে। যেখানে ত্রিশ টাকার বিনিময়ে মেলে ভরপেট খাবার।

আরো পড়ুন: নোটবন্দির সি’দ্ধা’ন্ত খ’তি’য়ে দেখা হ’বে, সরকারের কাছে হলফনামা চা’ই’লো সুপ্রিম কোর্ট

সম্ভবত, সেই হোটেল এতদিন চালাতেন তাঁর বাবা, তবে এবার ছেলে হয়ে সেই দায়িত্ব পালন করবেন অরিজিৎ। হোটেলের নাম হেঁশেল। জিয়াগঞ্জের জনপ্রিয় হোটেলের মধ্যে অন্যতম। এটি সস্তার ভাতের হোটেল হলেও, ভেতরটা কিন্তু সাজানো গোছানো।

প্রতিদিনের খাবার ছাড়াও পাওয়া যাবে মাছ মাংস পনির নানান কিছু। তবে দাম একেবারেই সাধ্যের মধ্যে। গুঞ্জন এখানেই, যে এই হোটেলে খাবারের সঙ্গে নাকি অরিজিতের অটোগ্রাফ পর্যন্ত মেলে। একেতেই বেশিরভাগ সময় নিজের এলাকায় থাকতেই পছন্দ করেন তিনি।