সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চোখের প’ল’কে ধু’লো’য় মি’শে যাবে নয়ডার জো’ড়া টাওয়ার

হঠাৎ করে চোখের সামনে ভ্যানিশ হয়ে যেতে চলেছে দুটি জোড়া টাওয়ার। না একেবারে মিথ্যে কথা নয় এটি। 100 মিটার উচ্চতার দুটি টাওয়ার ধ্বংস হয়ে যাবে মাত্র 9 সেকেন্ডের মধ্যে। নয়ডার সুপার টুইন টাওয়ার গুলিকে ধ্বংস করতেই চারটা পর্যন্ত বিস্ফোরক ব্যবহার করা হতে পারে বলে খবর পাওয়া গেছে।

এই বিস্ফোরণটি করা হবে আগামী ২২ মে। জোড়া টাওয়ার নিয়ে নানা আইনি জট থাকলেও অদূর ভবিষ্যতে এই টাওয়ারগুলি ধ্বংস করে দেওয়া হবে বলে জানা গেছে।

এইটা আবার গুলির কাছাকাছি থাকে প্রায় দেড় হাজার পরিবার। ধ্বংসাত্মক ক্রিয়াটি যখন করা হবে তখন পাঁচ ঘণ্টার জন্য এলাকাবাসীদের সরিয়ে দেওয়া হবে অন্যত্র।

ওই অঞ্চলের মধ্যেই রয়েছে noida-greater এক্সপ্রেস হয়ে। বিস্ফোরণের সময় এক ঘন্টার জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে।

আরো পড়ুন: পুলিশও মানুষ, তা’রা তাদের কাজ করছে, তাদের প্রশংসা ক’রা উচিত: মমতা

সুপ্রিম কোর্ট গত বছরের 31 আগস্ট এই জোড়া টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন কারণ বিল্ডিং নিয়ম লঙ্ঘন করে এই টুইন টাওয়ার তৈরি করা হয়েছিল বলে আদালতে তরফ থেকে জানানো হয়।

প্রথমে সিয়ান ও পরে এপেক্স নামক দুটি টাওয়ার ভেঙে ফেলা হবে। বিল্ডিং গুলি একাধিক ধাপে ভেঙে ফেলা হবে তবে কাজ হবে একসাথে। প্রথম ধাপে ভাঙ্গা হবে 10 তলা, পরের ধাপে ভাঙ্গা হবে সবগুলি।

যে সমস্ত কাজ করবে সেই সংস্থা ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে 108 মিটার লম্বা ব্যাঙ্ক অফ লিসবনকে একটি বিস্ফোরণ ঘটিয়ে ফেলে দিয়েছিল। নিরাপত্তা এবং নিরাপদে বিষয়টিকে মাথায় রেখে এই সমস্ত কাজ করে।

আগামী মে মাসে যে বিস্ফোরণ ঘটানো হবে, তা মাত্র 9 সেকেন্ডের মধ্যে দুটি টাওয়ার ভেঙে ফেলে দেবে। ইতিমধ্যেই গ্রাউন্ড ওয়ারকের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

বৈদ্যুতিক জিনিসপত্র, প্লাম্বিং আইটেম দরজা জানালার মত কাঠামো ভেঙে ফেলার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। বিস্ফোরণের ফলে ধ্বংস স্তুপ এর পরিমাণ কমানোর জন্য ইতিমধ্যেই দেওয়াল গুলো ভেঙে খেলা হবে বলে জানা গেছে।