সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সমুদ্রে ভে’ঙে প’র’লো হেলিকপ্টার, টা’না ১২ ঘন্টা সাঁতরে পা’ড়ে উ’ঠ’লে’ন মাদাগাস্কারের পুলিশ মন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে ৫৭ বর্ষীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের পুলিশ মন্ত্রী Serge Gelle একটি স্ট্রেচারে ক্লান্ত অবস্থায় শুয়ে রয়েছেন। ঘটনা টি বিশদে জানা যায় এই যে, Serge Gelle এর হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হওয়ার পর তিনি টানা ১২ ঘন্টা সমুদ্রে সাঁতার কেটে নিজের প্রাণ বাঁচিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার মৃত্যুর সময় আসেনি । হ্যাঁ, আমি অবশ্যই ঠান্ডা কিন্তু আহত নই। গত মঙ্গলবার রাত ৭.৩০ থেকে বুধবার সকাল ৭.৩০ অব্দি সাঁতরে আমি মহাম্বো শহরে পৌঁছোই।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলায় আমার বরাবরই আগ্রহ ছিল। তাই মন্ত্রী হয়েও এই ছন্দ বজায় রেখেছি। আমি চাই একটি ভিডিওটি সম্প্রচারের মাধ্যমে আমার পরিবার, আমার সহকর্মীরা, এমনকি সরকারী সদস্যরা জানতে পারুক যে আমি বেঁচে আছি এবং ভালো আছি।’

পুলিশ মন্ত্রীর সঙ্গে সফররত চিফ ওয়ারেন্ট অফিসার আন্দ্রিয়ানারিসন লাইটসারা জিমিও দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে। তবে হেলিকপ্টারের পাইলট এবং অন্য একজন সামরিক কর্মকর্তা এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মাদাগাস্কারের রাষ্ট্রপতি Andry Rajoelina। ট্যুইটারে একটি পোস্টে, ‘রাষ্ট্রপতি পুলিশ মন্ত্রীর সাহসিকতার প্রশংসা করেছেন ঠিকই কিন্তু তখর আগে সোমবারের নৌকা দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন।

নৌকা দুর্ঘটনার বিষয়ে জানা গেছে, সোমবার রাতে একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। আর তাতে প্রাণ হারায় প্রায় ৬৪ জন। এখনও পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ২০ জন মতো এখনও নিখোঁজ বলে খবর। জানা যাচ্ছে, দূর্ঘটনাগ্রস্থ জাহাজটি পণ্যবাহী ছিল তাতে যাত্রী বহনের জন্য অনুমোদন ছিল না। কিন্তু তা সত্ত্বেও প্রচুর সংখ্যক যাত্রীকে চাপানো হয়েছিল ওই জাহাজে।