সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেনো রাস্তায় ক’মে যা’চ্ছে সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা? জানুন আ’স’ল কারণ

করোনা পরবর্তী পর্যায়ে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির পাশাপাশি বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এমতাবস্থায় ক্রমশ সরকারি এবং বেসরকারি বাসের সংখ্যা কমছে রাস্তায়। বর্তমান পরিস্থিতিতে রাস্তায় বাস নামাতে ভয় পাচ্ছেন বাসের মালিকেরা। বাস মালিকরা বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছেন।

সরকারি পরিবহন সংস্থা সিএসটিসি প্রতিদিন 500 থেকে 550 টি বাস নামতো প্রথম ট্রিপে। সেকেন্ড ট্রিপে 350 টি বাস নামানো হত। সিটিসি 220 থেকে 230 টি বাস প্রথম ট্রিপে এবং 110 থেকে 120 টি বাস সেকেন্ড ট্রিপে নামাতো। সেখানে এখন সিএসটিসি 400 বাস প্রথম ট্রিপে এবং 180 থেকে 200 টি বাস সেকেন্ড ট্রিপে নামাচ্ছে। সিটিসিও 110 টি বাস প্রথম ট্রিপে এবং 70 টি বাস দ্বিতীয় ট্রিপে নামাচ্ছে।

পরিবহন দপ্তর সূত্রে খবর, একেকটি ডিপোকে সপ্তাহ পিছু এক ট্যাঙ্কার করে তেল দেওয়া হয়। যার মধ্যে 12 হাজার লিটার তেল থাকে। আজ থেকে 2 বছর আগে যার দাম ছিল 8 থেকে সাড়ে 8 লক্ষ টাকা। এখন তা 12 লাখে পৌঁছেছে। কাজেই বর্তমানে আর বাস চালিয়ে বাস চালকদের তেমন আয় হচ্ছে না।

এর আগে প্রতি সপ্তাহে সিএসটিসির সোম থেকে শুক্রবার মোট আয় হতো 28 থেকে 30 লক্ষ টাকা। এখন তাঁর 14 থেকে 15 লাখে এসে পৌঁছেছে। কাজেই এখন খরচ বাড়ছে, তবে সেই অনুপাতে আয় হচ্ছে না। সরকারির পাশাপাশি বেসরকারি সংস্থার বাস মালিকদের অবস্থা আরো খারাপ। কাজেই এখন আর রাস্তায় বেশি বাস নামাতে ভরসা পাচ্ছেন না কেউই।