সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সন্ধ্যা ৭ টার পর মহিলাদের কর্মক্ষেত্রে রা’খা যাবে না, যোগীরাজ্যে জা’রি নতুন নি’য়’ম

সম্প্রতি চাকুরীজীবী মহিলাদের জন্য নতুন ব্যবস্থা চালু করেছে যোগী সরকার। উত্তরপ্রদেশে সরকারের তরফ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেখানে জানানো হয়েছে মহিলাদের লিখিত অনুমতি না দিলে সন্ধ্যে সাতটার পর এবং সকাল ছটার আগে তাদের কর্ম ক্ষেত্রে আসতে বাধ্য করা যাবে না। শনিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উত্তর প্রদেশ সরকারের শ্রম এবং কর্মসংস্থান দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে মহিলাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাদের সন্ধ্যে সাতটা থেকে সকাল ছটার মধ্যে কাজ করানো যাবে না।

আরো পড়ুন: জামা-কাপড় পড়তে একদম ভা’লো লাগে না এই তরুণীর, বদলে সারা শ’রী’র জু’ড়ে ট্যাটু করিয়েছেন

বাড়ি হোক বা অফিস, তারা যদি রাতে কাজ করতে ইচ্ছুক না হন তাহলে তাদের জোরাজুরি করা যাবে না। তবে মহিলা যদি রাতে অফিসে এসে কাজ করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে তাদের যাতায়াত এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে।

যোগী সরকার নারী কল্যাণ মূলক প্রকল্পে 75.50 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে জেলাস্তরে সাইবার সহায়তা বিভাগ চালু করার কথা ভাবা হয়েছে।

কর্ম ক্ষেত্রে মহিলাদের কাজের সময় মেপে দেওয়া হয়েছে। এই নিয়মের উলংঘন মানে তা শ্রম আইন লংঘন হিসেবে বিবেচনা করা হবে। যোগী সরকারের নির্দেশে কাজের জায়গায় 4 জনের বেশি মহিলা কর্মী থাকলে তবেই তাদের অফিসে রাখা যাবে।

মহিলা কর্মীদের সংখ্যা বিচারে যোগীর রাজ্যে দেশের সব থেকে নিচের দিকে জায়গা রয়েছে। এই রাজ্যে চাকরিজীবীদের মধ্যে মাত্র 17 শতাংশ মহিলা কর্মী।