সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ১৫০০ টা’কা’য় মিলবে গাড়ির ফিটনেস সার্টিফিকেট, ব’ড়ো ঘো’ষ’ণা ফিরহাদ হাকিমের

এবার থেকে পুরনো গাড়ির ফিটনেস সার্টিফিকেট বা সি এফ বার করে আনতে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহনমন্ত্রী জানিয়েছেন কোনো গাড়ি যদি ফিটনেস সার্টিফিকেট বা সি এফ বের করতে ব্যর্থ হয় তাহলে তারা তিন মাসের মধ্যে এককালীন দেড় হাজার টাকা দিয়ে এই সার্টিফিকেট বের করে আনতে পারবেন। যদি রাজ্য সরকারের তরফ থেকে প্রদত্ত এই তিন মাসের মধ্যে সার্টিফিকেট বের না করা হয় তাহলে পরবর্তী দিনে জরিমানাসহ সার্টিফিকেট বের করতে হবে।

এবার থেকে পুরনো গাড়ির ফিটনেস সার্টিফিকেট বা সি এফ বার করে আনতে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহনমন্ত্রী জানিয়েছেন কোনো গাড়ি যদি ফিটনেস সার্টিফিকেট বা সি এফ বের করতে ব্যর্থ হয় তাহলে তারা তিন মাসের মধ্যে এককালীন দেড় হাজার টাকা দিয়ে এই সার্টিফিকেট বের করে আনতে পারবেন।

যদি রাজ্য সরকারের তরফ থেকে প্রদত্ত এই তিন মাসের মধ্যে সার্টিফিকেট বের না করা হয় তাহলে পরবর্তী দিনে জরিমানাসহ সার্টিফিকেট বের করতে হবে। বিগত দুই বছর ধরে দেখা গিয়েছে অধিকাংশ গাড়ির মালিক সি এফ করেননি। এর ফলে বহু গাড়ি বর্তমানে বাইরে চলাফেরা করার ক্ষমতা হারিয়েছে। এখন অবশ্য ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

এই গাড়ি রাস্তায় নামাতে গিয়ে দেখা যাচ্ছে বেশিরভাগ গাড়িই সিএফ ফেল। এদিকে মোটর ভেহিকেলস দপ্তরে গিয়ে গাড়ির ফিটনেস সার্টিফিকেট বের করে আনতে গেলে মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছিল।

আরো পড়ুন: ৫ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষ’ম’তা দ’খ’ল করবে বিজেপি: প্রধানমন্ত্রী মোদি

মোটর ভেহিকেল দপ্তরের নিয়ম অনুসারে গাড়ির সিএফ ফেল করলে সেইদিনই জরিমানা ধার্য হয়। যার ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছিল গাড়ির মালিকদের। কারণ প্রতিদিন 50 টাকা করে জরিমানা বাড়তো। তার সঙ্গে সিএফ বাবদ 840 টাকাও দিতে হতো। এবার এই নিয়মে শিথিলতা আনলো রাজ্য সরকার।

আরো পড়ুন: বিগত ৫ বছরে দেশে কত সংখ্যক “এনকাউন্টার” হয়েছে? রিপোর্ট প্র’কা’শ কেন্দ্রের

এতে খুশি হয়েছেন বাস-ট্রাক এবং ট্যাক্সি মালিকেরা। তারা এবার গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে রাস্তায় বেরোনোর সুযোগ পেলেন। যদি কোনো ব্যক্তি তার গাড়ি চার বছর আগে শেষবার সিএফ করে রাখেন এবং তার জরিমানা মকুব না হয় সে ক্ষেত্রে গাড়ি সিএফ করানোর জন্য 50 হাজার টাকার বেশি জরিমানা দিতে হত। এই তিন মাসের মধ্যে সার্টিফিকেট বের করিয়ে নিলে জরিমানা দিতে হবে না। যত বছর আগেই সি এফ করিয়ে থাকুন না কেন, নির্দ্বিধায় সার্টিফিকেট বের করতে পারবেন।