সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টি মূ’র্তি আছে এই জায়গায়, এখনো পর্যন্ত র’হ’স্য উন্মোচন হয়নি

উনাকোটি জায়গাটি একটি অত্যন্ত রহস্যপূর্ণ স্থান। বর্তমানে যে স্থানের সাথে পরিচিত হচ্ছেন সকলেই। তাও সোশ্যাল মিডিয়ার দৌলতে এই অঞ্চলটি সম্পর্কে জানছেন অনেকেই। মূলত এটি পাহাড়ি অঞ্চল এবং দূর দূরান্তে রয়েছে ঘন বন এবং জলাভূমি কিন্তু তার থেকেও বড় আশ্চর্য বিষয় হলো এই স্থানে রয়েছে ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টি মূর্তি সংখ্যা। মাত্র একটি সংখ্যা জুড়ে দিলেই যা কোটিতে ছুঁতে পারত।

কিন্তু প্রশ্ন হল এই জায়গায় এত মূর্তির সমাহার কেন? কেইবা তৈরি করেছিল এই সমস্ত মূর্তি? তার পিছনে রয়েছে এক অজানা রহস্য যা আজও সঠিকভাবে জানা যায়নি। যদিও আমাদের দেশে বিভিন্ন জায়গায় হাজার হাজার মন্দির লক্ষ লক্ষ মূর্তি পাওয়া গেছে কিন্তু এমন জায়গা এর আগে কখনো কেউ দেখেনি। যেটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানটির নাম উনাকোটি।

তবে সঠিক কারণ না জানা গেলেও এর পেছনে প্রচলিত মিথ রয়েছে। মূলত এই স্থানটি মূর্তির কারণে এমন নাম দেওয়া হয়েছে। উনাকোটি শব্দের অর্থ কোটিতে এক কম। উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে রহস্যময় এই জায়গা। কিন্তু এর আগে কেউ কখনোই এই সম্পর্কে বিশেষ কিছু জানতই না। এখানকার হিন্দু মূর্তিগুলি পাথরে খোদাই করা রয়েছে।

আরো পড়ুন: আলিয়া-রণবীর কন্যার না’ম কি? ঋষির ছোঁ’য়া থা’ক’বে কি?

জানা যায় ভগবান মহাদেব সহ এক কোটি দেবদেবতা এই স্থান দিয়ে যাচ্ছিলেন। রাত হয়ে যাওয়ায় তাঁরা সেখানে বিশ্রাম নেন। তবে মহাদেব নির্দেশ দেন সূর্যোদয়ের আগে সবাইকে ঐ স্থান পরিত্যাগ করতে হবে। কিন্তু পরদিন সূর্যোদয়ের সময় শুধুমাত্র মহাদেব বাদে বাকি সমস্ত দেবতারাই ঘুমন্ত অবস্থায় ছিলেন।

যা দেখে মহাদেব রুষ্ট হন এবং সবাইকে অভিশাপ দিয়ে পাথর বানিয়ে দেন। যে কারণে এই স্থানে ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টি দেব-দেবতার মূর্তি পাওয়া গেছে। কোটিতে সংখ্যা ছুঁতে পারেনি কারণ একটি মূর্তি কম মহাদেব জেগে গিয়েছিলেন। বড়ই আশ্চর্যকর এই কাহিনী যা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ছে এবং ভিউয়ার্সের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।