Home টাকাপয়সা এবার ১০০-২০০-৫০০ টা’কা’র নোট নিয়ে বড়ো খবর! জানুন বি’শ’দে

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ১০০-২০০-৫০০ টা’কা’র নোট নিয়ে বড়ো খবর! জানুন বি’শ’দে

আর ব্যবহার করা যাবে না নতুন গোলাপি নোট এমনটাই জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরেই যেন মাথায় বাজ পড়েছে সাধারণ মানুষের। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নোট পরিবর্তন করে নিতে হবে স্থানীয় ব্যাংক অথবা ব্যাংকের শাখা থেকে।

কোনদিন বাজারে ছাড়া হবে না ২০০০ টাকার নোট। তবে এই নোট বাতিলের পরপর নানান রকম উটকো খবর সামনে আসছে। এবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। জানিয়ে দিয়েছে কোন ব্যক্তি পুরনো ছেড়া ফাটা নোট পরিবর্তন করতে পারবেন।

তার বদলে পেয়ে যাবেন একেবারে নতুন চকচকে নোট। সম্প্রতি একটি টুইটের মাধ্যমে পিএনবি জানিয়েছে, পুরনো ছেড়া ফাটা নোট পরিবর্তন করতে যদি চান তবে আসতে পারেন। নিকটস্থ যেকোনো পিএনবি শাখায় যোগাযোগ করতে পারেন।

কারো কাছে পুরনো বা ছেরা নোট থাকলে চিন্তা করতে হবে না। ব্যাংকের কোন শাখায় গিয়ে নোট বদল করতে পারবেন। যদি কোন ব্যাংক কর্মী এই নোট নিতে অস্বীকার করেন তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।

দীর্ঘদিন ধরে বাজারে চালু থাকা নোট যদি অনুপযোগী হয়ে পারে তবে তা ব্যাংকে দিয়ে আসতে পারবেন নির্দ্বিধায়। তবে নোটের কিছু বিশেষ অংশ যেমন ইস্যু কারি কর্তৃপক্ষের নাম, গ্যারান্টি স্বাক্ষর অশোক স্তম্ভ মহাত্মা গান্ধীর ছবি ইত্যাদি না থাকে সেক্ষেত্রে ব্যাংক না বদল করতেও পারে।