সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে ৭ লক্ষ টাকা পর্যন্ত খরচ করলে চার্জ কা’টা হবে না: কেন্দ্র

গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রকের তরফে এক নির্দেশিকা জারি করা হয়। সেখানে লিবারালাইজড রেমিট্যান্স স্কিম(LRS)-এর মাধ্যমে বিদেশি রেমিট্যান্সের উপর উৎসে ট্যাক্স সংগ্রহ (TCS) সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কারও মনে কোন প্রশ্ন থাকলে, সেটি এই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেছিলেন। বিভিন্ন খাতে সরকারের আয় ও ব্যয়ের হিসাব,বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে উপকৃত মানুষের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

এই বাজেটে বিদেশি ট্যুর প্যাকেজ এবং LRS(শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্র বাদ দিয়ে)-এ খরচ করা টাকায় উৎসে ট্যাক্স কালেকশন (TCS) হারে বদল করেছে। বর্তমানে এই রেট ৫% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক শুক্রবার আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছে যে –

১ জুলাই ২০২৩ থেকে লিবারালাইজড রেমিট্যান্স স্কিম (LRS)-এর অধীনে ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স (TCS) চালু হয়েছে। কোনও ব্যক্তির আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড- এর মাধ্যমে পেমেন্ট করেন, সেক্ষেত্রে প্রতি অর্থবর্ষে ৭ লক্ষ টাকা পর্যন্ত LRS সীমা থেকে বাদ দেওয়া হবে।

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্র এর আওতায় পড়বে না। এইসব ক্ষেত্রে আগের মতোই TCS-এ ছাড় জারি থাকবে। বিদেশে পড়াশোনা বা চিকিত্সা করাতে গেলে কোন অসুবিধা হবে না।

অন্যদিকে লিবারালাইজড রেমিট্যান্স স্কিমের মাধ্যমে কারেন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে প্রতি অর্থবর্ষে(এপ্রিল থেকে মার্চ) $২,৫০,০০০ পর্যন্ত টাকা বিদেশে পাঠানো যায়।