সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“আকাশছোঁয়া ষ’ড়’য’ন্ত্র হয়েছে”, ED-র কাছে ১৯ কোটি টা’কা নেওয়ার ক’থা স্বী’কা’র কুন্তলের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শান্তনু বন্দ্যোপাধ‌্যায়কে তলব করল। বুধবার দুপুরে হুগলির তৃণমূল নেতা শান্তনুকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দপ্তরে ডেকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়।

ইডি মঙ্গলবারের পর এদিনও ফের মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ডেকে জেরা করে। মঙ্গলবার দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সময় তাঁরা বিবাদও করেন বলে সূত্রের খবর। আগের দিন রাত পর্যন্ত জেরা করলেও ফের কয়েকটি বিষয় যাচাই করার জন‌্য তাপসকে এদিন তলব করা হয়।

এদিন তাঁকে ফের কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে ইডি আধিকারিকরা জেরা করেন। তাপস বারবার অভিযোগ করতে থাকেন যে, তিনি কুন্তলকে টাকা দিয়েছেন। কুন্তলও পালটা দাবি করেন, তাপসকেই তিনি টাকা দিয়েছেন। তাপস মণ্ডলের নাম লেখা একটি ধূসর রঙের ডায়েরি ইডি উদ্ধার করেছে।

আরো খবর: হাতে ৫০০ টাকার নোট? এবার স’ত’র্ক করলো RBI

সেই ডায়েরিটি মুখোমুখি জেরার সময় কুন্তল ও তাপসের সামনে রাখা হয়। ডায়েরিতে উল্লেখ করা আছে ১৯ কোটি টাকার হিসাব। সেই টাকা তাপস কুন্তলকে দিয়েছেন বলে দাবি করেছেন।

ওই টাকা দেওয়ার পরিপ্রেক্ষিতে বেশ কিছু নথিও তাপস দেখান, যেখানে কুন্তলের সই রয়েছে। এরপর কুন্তল স্বীকার করেন যে, তিনি তাপসের কাছ থেকে ১৯ কোটি টাকা নিয়েছেন।