সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অখিলেশের হয়ে প্র’চা’র করতে উত্তরপ্রদেশে যা’চ্ছে’ন মুখ্যমন্ত্রী মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে যোগীরাজ্যে আসছেন। আগামী ৮ ফেব্রুয়ারি লখনউয়ে অখিলেশের সঙ্গে এক ভার্চুয়াল নির্বাচনী সভায় অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সাংবাদিক বৈঠকও করবেন তৃণমূল নেত্রী।সমাজবাদী পার্টি নেতা কিরণময় নন্দ কালীঘাটে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন। মঙ্লবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের দূত কিরণময় নন্দের বৈঠকে কী বেরিয়ে আসে তা নিয়ে প্রবল আগ্রহ ছিল রাজনৈতিক মহলের।

এদিন বৈঠক শেষে কিরণময় নন্দ বলেন, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশের সঙ্গে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি ভার্চুয়াল সভা হবে হবে লখনউতে এবং অন্যটি হবে বারাণসীতে। বিজেপি রিরোধী আন্দোলনে গোটা দেশের মুখ এখন মমতা। ওখানে প্রচারে ভীষণ কড়াকড়ি। পাঁচ জনের বেশি সভা করা যাবে না। এমন প্রচার আমি দেখিনি। নরেন্দ্র মোদীর সভায় লোক হচ্ছে না। অখিলেশের সভায় মানুষের ঢল নেমে যাচ্ছে। এটা দেখে আতঙ্কিত বিজেপি।

কিরণময় নন্দ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মুখ্যমন্ত্রীই নন, ২০২১ এর ভোটের পর উনি বিজেপির বিরুদ্ধে একটি জাতীয় মুখ। মমতা প্রচারে গেলে আমাদের সমর্থকরা উদ্বুদ্ধ হবে। পাশাপাশি রাজ্যের বিজেপি বিরোধীরাও উৎসাহ পাবে। মমতার সভা হবে ভার্চুয়াল। যদি আমরা স্বাভাবিক সভা করতে পারতাম তাহলে লাখ লাখ মানুষের ঢল নামতো মমতার সভায়।

এদিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করেন কিরণময় নন্দ। সেখানে ঠিক হয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের সঙ্গে একটি ভার্চুয়াল সভা ও সাংবাদিক সম্মেলন করবেন। পরে ফের মমতা যাবেন উত্তররপ্রদেশে। সভা করবেন বেনারসে। তবে তা হবে ভার্চুয়াল। সম্প্রতি উত্তরপ্রদেশের বেশকিছু নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।