সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“লু”-এর স’ত’র্ক’তা জা’রি! আগামী কয়েকদিনের মধ্যে কি বৃষ্টি হ’বে?

দেশ জুড়েই গরমের তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। সূর্য নিজের প্রকোপ দেখাতে শুরু করে দিয়েছে দেশের বিভিন্ন রাজ্যে। গরমে নাজেহাল অবস্থা সকলের। এত গরম মৃত্যু ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে। আবারও অশনি সংকেত দিল হাওয়া অফিস। সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে চরম তাপপ্রবাহ হতে পারে।

শুক্র ও শনিবার উত্তরবঙ্গের মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় লু – এর সতর্কতা জারি করা হয়েছে। আপাতত গরম থেকে স্বস্তির কোন আশা নেই,এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

তাদের তথ্য অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে কলকাতার তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা কমার কোন আশা নেই বলে জানিয়েছে হওয়া অফিস, কালবৈশাখীরও কোন সম্ভবনা নেই। গরমের তীব্র দাবদাহে হাসফাঁস করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা। তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বগামী।

আরো খবর: গঙ্গা নদীর তলায় ৫২০ মিটার, কোন মাসে শুরু পরিষেবা?

উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কম থাকলেও দক্ষিণবঙ্গে সূর্যমামা নিজের প্রকোপ দেখাতে শুরু করে দিয়েছে।পারদ মাঝে মধ্যেই উঠে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে,সঙ্গে যোগ হয়েছে শুষ্ক বায়ু। যা এই গরমকে বহুগুণে বাড়িয়ে দেবে।

হওয়ায় অফিস সূত্রে খবর,অন্য বছরের তুলনায় এ বছর সূর্যের প্রকোপ কিছুটা আগের থেকেই দেখা যাচ্ছে।ফলে এপ্রিলে মাসেই গরমের দাপট অন্যবারের থেকে বেশি হবে বলেই খবর। ফলে হিট স্ট্রোকের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রা।

চলতি মাসের শুরুতেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল উত্তর-পশ্চিম এবং দ্বীপ অঞ্চল বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্র প্রচন্ড গরম পরবে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাপমাত্রা প্রতিদিন থাকবে স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি উপরে।

আবহাওয়া দফতর সূত্রে খবর,এই সপ্তাহে তাপমাত্রার পারদ সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।এই সময়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে । আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।