সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চা’হি’দা অনুযায়ী তো’লা আ’দা’য় না করে দি’তে পারায় নিজের দলের নেতাকেই ছাড়েননি অনুব্রত

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন অনেক আগেই ৷ এই মামলার গোড়ায় পৌঁছতে খানা- তল্লাশি শুরু করেছে সিবিআই৷ একের পর এক পর্দা উন্মোচিত হচ্ছে৷ এরপর থেকেই প্রকাশ্যে আসছে বীরভূমের মুকুটহীন বাদশার বিশাল সাম্রাজ্য৷

তবে শুধুই কি গরু পাচারের টাকা? নাকি অন্য কোনও উৎসও রয়েছে৷ গরু পাচারের সঙ্গে সঙ্গে কয়লা পাচার কাণ্ডেও নাম জড়িয়েছে কেষ্টর৷ এই উত্তেজনার আবহেই প্রাক্তন এক তৃণমূল নেতা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন।

বোলপুর মহকুমার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি কাজী নুরুল হুদার অভিযোগ, অনুব্রতর কথা মতে তোলা আদায় করে দিতে না পারায় তাঁকে জেল খাটিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷

আরো পড়ুন: ব’য়’ক’টে’র ভ’য়ে আর সিনেমাহল নয়! এবার OTT-কেই ভ’র’সা করছে এই কয়টি বিগ বাজেটের ছ’বি

তাঁর বিস্ফোরক অভিযোগ, একদিন দলীয় বৈঠকে অনুব্রত বলেছিলেন, পঞ্চায়েতে যে সকল কাজ হচ্ছে সেই সব কাজের ১৩ শতাংশ টাকা সরিয়ে রাখতে হবে। এমনকি বলা হয়েছিল, এই ১৩ শতাংশের মধ্যে ৪ শতাংশ যাবে পার্টি অফিসে, ৬ শতাংশ পঞ্চায়েত সদস্য এবং ৩ শতাংশ পাবেন হুদা৷ কিন্তু, কেষ্টর সেই প্রস্তাবে সায় দেননি হুদা। এর পরেই তার উপর চাপ বাড়তে থাকে৷ শেষ পর্যন্ত অঞ্চল সভাপতির পদ ছাড়তে বাধ্য হন তিনি৷